১ মার্চ ২০২৩, বুধবার, ৮:০৫

মান্দায় ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় আসামি

ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানাজায় আবদুল জব্বার

 

নওগাঁর মান্দায় প্যারোলে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেয়ে বাবার নামাজে জানাজায় শরিক হয়েছেন উপজেলার নুরুলাবাদ ইউনিয়নের মো: আবদুল জব্বার (৫৫)। তবে ডান্ডাবেড়ি পরা অবস্থায় নামাজে জানাজায় অংশ নেয়ার দৃশ্যে উপস্থিত মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২৫ জানুয়ারি ইউনিয়নের এক মসজিদে ধর্মীয় আলোচনা শোনার সময় ১৬ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে আবদুল জব্বারও ছিলেন। গ্রেফতারের পর তাদেরকে পুলিশের দায়ের করা এক বিস্ফোরক মামলায় জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মেহেদী হাসানের (পিএএ) নির্বাহী আদেশে ৫ ঘণ্টার জন্য মুক্তিপান আবদুল জব্বার। আদেশের পর গত সোমবার বিকেলে কড়া পুলিশ পাহারায় নওগাঁ কারাগার থেকে তাকে উপজেলার নুরুল্লাবাদ ডাঙ্গাপাড়া গ্রামে নিয়ে আসা হয়। এরপর বিকেল পৌনে ৫টার বাবার নামাজে জানাজায় অংশ নেন তিনি।

জানা যায়, নাশকতা মামলার আসামি জামায়াতকর্মী আবদুল জব্বারের বাবা আমির উদ্দিন প্রামাণিক বার্ধক্যজনিত কারণে সোমবার ভোররাতে নিজ বাসভবনে মারা যান। এ সময় আবদুল জব্বার নওগাঁ কারাগারে ছিলেন। বাবার নামাজে জানাজায় অংশ নেয়ার জন্য নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মেহেদী হাসানের কাছে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়।

উল্লেখ্য, জামায়াতের ইউনিয়ন পর্যায়ের নিয়মিত ধর্মীয় আলোচনাসভা চলাকালে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তায় উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ হাজীপাড়া গ্রামের এক জামে মসজিদ থেকে আবদুল জব্বারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের ১৬ জন নেতাকর্মীকে আটক করে থানা পুলিশ।

https://www.dailynayadiganta.com/last-page/731180