১৯ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১০:৩৮

ডলার সঙ্কটে রামপালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন গত শনিবার থেকে বন্ধ রয়েছে।
বাংলাদেশে বহুল আলোচিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কয়লা সঙ্কটের কারণে বন্ধ হয়ে গেছে। কয়লা আমদানির জন্য ডলার সঙ্কট তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডলারের যে তীব্র সঙ্কট তৈরি হয়েছে সেটি এখন প্রভাবিত করছে এই বিদ্যুৎকেন্দ্রটিকে। এমন প্রেক্ষাপটে শীতকালেও রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। শীতকালে বিদ্যুতের চাহিদা অনেক কম থাকার পরেও যদি লোডশেডিং হয়, তাহলে গ্রীষ্মকালে পরিস্থিতি কেমন হতে পারে? সেটি ভেবে অনেকে উদ্বিগ্ন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, ইন্দোনেশিয়া থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসতে পারে। তখন বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা করছেন।

সঙ্কট কতটা গভীর? : রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মাণ করা হয়েছে। এখানে দু’টি ইউনিটের মধ্যে একটি ইউনিট অর্থাৎ ৬৬০ মেগাওয়াটি বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। আরেকটি ইউনিটের নির্মাণ কাজ এখনো চলছে।

এখানকার বিদ্যুৎ সরবরাহ করা হয় ঢাকা এবং খুলনায়। কিন্তু বাণিজ্যিকভাবে উৎপাদনে আসার এক মাসের কম সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেল।

বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আকরাম উল্লাহ বলেন, ডলারের সঙ্কটের জন্য কয়লা আনা যাচ্ছিল না। যার কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

ডলারের সঙ্কট থাকায় কয়লার দাম পরিশোধ করা যাচ্ছিল না। ফলে কয়লা আনতে ‘ঝামেলা হচ্ছিল’ বলে তিনি উল্লেখ করেন।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, ডলার সঙ্কটের কারণ লেটার অব ক্রেডিট বা এলসি খোলা নিয়ে জটিলতা হওয়ার কারণে কয়লা আনা বিঘিœত হয়েছিল এবং এটি আসতে দেরি করেছে।

যেকোনো বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পর সেখানে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। পরীক্ষামূলক উৎপাদনের জন্য রামপালে কয়লা আনা হয়েছিল। সেটি দিয়ে বাণিজ্যিক উৎপাদন শুরু করা হয়।

তবে ডলার সঙ্কট কেন হয়েছিল সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেল- দু’টি প্রতিষ্ঠানই জানিয়েছে যে, রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা সঙ্কটের পর সেটি সমাধানে এরই মধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আনার ব্যবস্থা করা হচ্ছে এবং যে পেমেন্টগুলো বাকি ছিল সেগুলো দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিআইএফপিসিএলের এমডি সৈয়দ আকরাম উল্লাহ। একই কথা জানিয়েছেন মি হোসাইনও। তিনি বলেন, এলসির বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে এবং কয়লা আনার প্রক্রিয়া শুরু হয়েছে।


https://www.dailynayadiganta.com/last-page/721478