১৫ জানুয়ারি ২০২৩, রবিবার, ১০:৪৩

চার গুণ বেশি প্রিমিয়াম দিয়ে জ্বালানি তেল আমদানি

সাপ্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ¦ালানি তেলের দাম কমেছে। কিন্তু এরপরও বেশি প্রিমিয়াম দিয়ে তেল আমদানি করা হচ্ছে। এই প্রিমিয়ামের হার আগের বছরের তুলনায় দ্বিগুণ থেকে চারগুণ। গত বুধবার (১১ জানুয়ারি) ছয়টি দেশের ৭টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ক্যাটাগরির ২০ লাখ ৪০ হাজার টন পরিশোধিত জ¦ালানি তেল কেনার অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। বর্ধিত প্রিমিয়াম হার সংযুক্ত করেই এই তেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
জ¦ালানি বিভাগ সূত্র মতে, চলতি ২০২৩ সালের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের জন্য ১৩ লাখ ৫০ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল), ১ লাখ ৮০ হাজার টন জেটএ-১ ফুয়েল, ২ লাখ টন মোগ্যাস; ২ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল ও ৬০ হাজার টন ফার্নেস অয়েল কিনবে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।প্রিমিয়ামসহ এতে ব্যয় হবে ১৮ হাজার ২১৫ কোটি ৫২ লাখ টাকা। জ¦ালানি তেল ভেদে এতে প্রিমিয়াম ধরা হয়েছে- প্রতি ব্যারেল গ্যাস অয়েল ১২ দশমিক ৯৫ ডলার, প্রতি ব্যারেল জেটএ-১ ফুয়েল ১৩ দশমিক ৬৮ ডলার, প্রতি ব্যারেল মোগ্যাস ১৩ ডলার, প্রতি টন ফার্নেস অয়েল ৬১ দশমিক ৭৫ ডলার এবং প্রতি টন মেরিন ফুয়েল ৭৪ দশমিক ৫০ ডলার।

সূত্র মতে, ২০২২ সালের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি-টু-জি ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরির ১৪ লাখ ৯০ টন পরিশোধিত জ¦ালানি তেল আমদানি করা হয়। ওই সময় প্রতি ব্যারেল গ্যাস অয়েলের প্রিমিয়াম হার ছিল ৩ দশমিক ১৫ ডলার, প্রতি ব্যারেল জেটএ-১ ফুয়েলে/র প্রিমিয়াম হার ছিল ৪ দশমিক ১০ ডলার, প্রতি ব্যারেল মোগ্যাসের প্রিমিয়াম হার ছিল ৪ দশমিক ৯২ ডলার, প্রতি টন ফার্নেস অয়েলের প্রিমিয়াম হার ছিল ২৫ দশমিক ৬৮ ডলার এবং প্রতি টন মেরিন ফুয়েলের প্রিমিয়াম হার ছিল ৪২ ডলার।

পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের তুলনায় চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ে গ্যাস অয়েলের প্রিমিয়াম হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার গুণ, জেটএ-১ ফুয়েলের প্রিমিয়াম বেড়ে দাঁড়িয়েছে ৩ গুণের বেশি, মোগ্যাসের প্রিমিয়াম বেড়ে দাঁড়িয়েছে আড়াই গুণের বেশি, ফার্নেস অয়েলের প্রিমিয়াম বেড়ে দাঁড়িয়েছে প্রায় আড়াই গুণ এবং মেরিন ফুয়েলের প্রিমিয়াম বেড়ে দাঁড়িয়েছে দেড় গুণেরও বেশি।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের তুলনায় একই বছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়েও প্রিমিয়াম হার বেড়েছে। গত বছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রতি ব্যারেল গ্যাস অয়েলের প্রিমিয়াম হার ছিল ৯ দশমিক ৮৩ ডলার, প্রতি ব্যারেল জেটএ-১ ফুয়েলের প্রিমিয়াম হার ছিল ১১ দশমিক ৩৬ ডলার, প্রতি ব্যারেল মোগ্যাসের প্রিমিয়াম হার ছিল ৭ দশমিক ২৫ ডলার, প্রতি টন ফার্নেস অয়েলের প্রিমিয়াম হার ছিল ৪৪ দশমিক ৯৮ ডলার ও প্রতি টন মেরিন ফুয়েলের প্রিমিয়াম হার ছিল ৬০ দশমিক ৯৮ ডলার।

https://www.dailynayadiganta.com/first-page/720475