২ জানুয়ারি ২০২৩, সোমবার, ১০:৫৫

কঠোর নিষেধাজ্ঞার মধ্যে আকাশে উড়ল ফানুস

মেট্রোরেলে অচলাবস্থা

পুলিশের কঠোর নিষেধাজ্ঞা আর টহলের মধ্যেও থার্টিফার্স্ট নাইটে রাজধানীর আকাশ ছেয়ে যায় নানা রঙের ফানুসে। পাড়া মহল্লায় চলে পটকাবাজি আর আতশবাজি। এতে আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে পড়ে রাজধানীর বাসিন্দারা। শব্দদূষণের কারণে অসুস্থ লোকজন আরো অসুস্থ হয়ে পড়েন। এমনকি শব্দদূষণ থেকে বাঁচতে অনেকে বাধ্য হয়ে ফোন করে ৯৯৯ এ। এর পড়েও আতশবাজি আর ফানুসের আগুন আতঙ্ক থেকে রক্ষা পায়নি রাজধানীবাসী।

ফানুসের আগুন থেকে রক্ষা পায়নি সদ্য চালু হওয়া মেট্রোরেল। বিভিন্ন স্থান থেকে উড়ে এসে বেশ কয়েকটি ফানুস মেট্রোরেলের লাইনে পড়ে। এতে গতকাল রোববার মেট্রোরেল দুই ঘণ্টা পর চালু হয়। এ ছাড়া থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে ফানুস থেকে চার জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিএমপির পক্ষ জানানো হয়েছিল, থার্টিফার্স্ট নাইটে যাতে ফানুস ওড়ানো না হয় এবং আতশবাজি না ফোটানো হয়ে সে বিষয়ে প্রতিটি থানায় নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, থার্টিফার্স্টে উন্মুক্ত স্থানে কোনো আয়োজন করা যাবে না। কোথাও কোনো ডিজে পার্টি হবে না। কোথাও আতশবাজি-পটকা ফুটানো যাবে না, ফানুস ওড়ানো যাবে না। যারা নিষেধাজ্ঞা অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। কিন্তু এত কিছুর পরও থামানো যায়নি পটকাবাজি আর ফানুস ওড়ানো, এড়ানো যায়নি বিপর্যয়।

প্রসঙ্গত, ঢাকায় সদ্য চালু হওয়া মেট্রোরেল পুরোপুরি বিদ্যুৎচালিত। ঝুলন্ত তারের সাথে ট্রেনের সংযোগের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। এ ব্যবস্থায় ফানুস, ঘুড়ি, কাপড় কিংবা এ ধরনের বস্তু আটকে গেলে বিদ্যুৎ পরিবহন বাধাগ্রস্ত হয়, যা থেকে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।
গতকাল সকালে দেশের প্রথম মেট্রোরেলের চলাচল আটকে দিয়েছিল ইংরেজি বর্ষবরণে ওড়ানো ফানুস। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র বলছে, মেট্রোরেলের লাইনের দুই পাশে খুঁটি দিয়ে তার টানিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করা হয়েছে, যাকে বলা হয় ক্যাটিনারি সিস্টেম। এই তার থেকে ট্রেনে বিদ্যুৎ নেয়া হয় প্যান্টুগ্রাফ নামের একটি যন্ত্রের মাধ্যমে। প্রতিটি ট্রেনে চারটি করে প্যান্টুগ্রাফ রয়েছে।

রাজধানীতে শনিবার মধ্যরাতে ওড়ানো কয়েক শ’ ফানুস মেট্রোরেল লাইনে, লাইনের তারে ও খুঁটিতে আটকে ছিল। সূত্র বলছে, কপারের মধ্যে প্লাস্টিক কিংবা কাপড়জাতীয় বস্তু আটকে থাকলে তা দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হওয়ার সময় স্পার্ক হতে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনা এবং পুরো ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে আসার পর ফানুস পড়ে থাকার বিষয়টি নজরে আসে। রেললাইন থেকে উঁচু তারে আটকে থাকা কোনো কিছু সরানোর জন্য একধরনের স্বয়ংক্রিয় মই উত্তরায় আছে। এই মইবাহী যান রেললাইন ধরে চালানো যায়। যেহেতু একটি ট্রেন উত্তরা থেকে ছেড়ে এসে লাইনে দাঁড়ানো ছিল। সে জন্য মইটি পুরোপুরি কাজে লাগানো যায়নি। কর্মীরা বড় লাঠির সাহায্যে ফানুসগুলো নামিয়েছেন। এ জন্য সময় লেগেছে বেশি। ডিএমটিসিএলের একজন কর্মকর্তা বলেন, ফানুস ছাড়াও মেট্রোরেল লাইনে আশপাশের বাড়ির ছাদ থেকে বাতাসে উড়ে আসা কাপড়ও পাওয়া গেছে। ছাদে কাপড় শুকাতে দিলে শক্ত করে ক্লিপ দিয়ে আটকে দেয়া দরকার। তিনি বলেন, কেউ কেউ আতশবাজিও ছুড়ে মেরেছে রেললাইনের দিকে। এ জন্য শুরুতে পুরো বিদ্যুৎব্যবস্থা বন্ধ করা হয়েছে। এরপর লাইন, তার ও অন্যান্য স্থাপনা থেকে ফানুস ও অন্যান্য বস্তু সরানো হয়েছে। ফানুসের সংখ্যা না বলতে পারলেও ওই কর্মকর্তা জানান, কয়েক বস্তা ফানুস ও অন্যান্য বস্তু অপসারণ করা হয়েছে।

বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে থাকায় মেট্রোরেল চলাচল আজ রোববার সকালে দুই ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। ফানুস সরানোর পর সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রেল চলাচল শুরু হয়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, পুলিশ ফানুস না ওড়াতে আগের দিন মাইকিং করেছে। তিনি নিজে টেলিভিশনে সাক্ষাৎকারে মেট্রোরেলের পাশে ফানুস ও ঘুড়ি না ওড়াতে অনুরোধ জানিয়েছেন। ঢাকাবাসীকে এগুলো মানতে হবে। তিনি বলেন, মূল্যবান সম্পদের ক্ষতি হলে তো দেশেরই ক্ষতি। এ বিষয়টি ঢাকাবাসীকে একটু বিবেচনায় নিতে হবে। এম এ এন সিদ্দিক আরো বলেন, দিল্লিতে মেট্রোরেলের লাইনসংখ্যা বেশি। তাই সেখানে ফানুস, এমনকি ঘুড়িও ওড়াতে দেয়া হয় না।

থার্টিফার্স্ট নাইটে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১ : থার্টিফার্স্ট নাইটে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০টি মামলা করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭৫ পিস ১০ গ্রাম ভাঙা ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ৬ বোতল দেশী মদ, ২৫ কেজি ৯৭০ গ্রাম গাঁজা ও চারটি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

কুমিল্লায় থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে যুবক নিহত
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে ছুরিকাঘাতে হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
গত শনিবার গভীর রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা বড় পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় দক্ষিণ চর্থার চা দোকানদার বাচ্চু মিয়ার ছেলে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আহমেদ সনজুর মোরশেদ। নিহত হৃদয়ের মামা জনি বলেন, ইংরেজি নতুন বছরের আগের রাত থার্টি ফার্স্ট নাইটে চর্থা এলাকার কয়েক যুবক পিকনিকের আয়োজন করে। রাত দেড়টার দিকে কয়েকজন হৃদয়কে নির্জনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, ধারণা করছি পূর্বশত্রুতা থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

https://www.dailynayadiganta.com/first-page/71746