৭ জুন ২০২২, মঙ্গলবার, ১০:৫৪

ঘাটতিতে রেকর্ড

আসছে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট

প্রায় আড়াই লাখ কোটি টাকার বিশাল ঘাটতি নিয়ে আগামী বৃহস্পতিবার ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন এই বাজেটের আকার চূড়ান্ত করা হয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। যা কি না চলতি ২০২১-২০২২ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বা ১২ দশমিক ৩২ শতাংশ বেশি। আর সংশোধিত বাজেটের চেয়ে এটি ৮৪ হাজার ৫৬৪ কোটি বা ১৪ দশমিক ২৪ শতাংশ বেশি।

চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে পাঁচ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
জানা গেছে, আগামী অর্থবছরের জন্য যে বাজেটটি উপস্থাপিত হতে যাচ্ছে তাতে ঘাটতিই থাকবে দুই লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। জিডিপি’র অংশ হিসাবে যা সাড়ে ৫ শতাংশ। চলতি অর্থবছরের মূল বাজেটে ঘাটতির পরিমাণ ছিল দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ হলেও সংশোধিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৫ দশমিক ১ শতাংশ।

নতুন অর্থবছরে বাজেট ঘাটতি পূরণের জন্য সরকারকে বেশি নির্ভর করতে হবে ব্যাংকিং খাতের ওপর। এই খাত থেকে নিট ঋণ নেয়ার লক্ষ্য দেয়া হচ্ছে এক লাখ ছয় হাজার ৩৩৪ কোটি টাকা। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ ৬৮ হাজার ১৯২ কোটি টাকা। আর স্বল্পমেয়াদি ঋণ নেয়া হবে ৩৮ হাজার ১৪২ কোটি টাকা। চলতি অর্থবছরে ব্যাংক থেকে ঋণ লক্ষ্য ছিল ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। পরবর্তী সময়ে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮৭ হাজার ২৮৭ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এবার ব্যাংক থেকে বেশি ঋণ করার কারণে বেসরকারি খাত বিনিয়োগের জন্য ঋণ বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে।

আগামী অর্থবছরের ব্যাংকবহির্ভূত ঋণের মধ্যে শুধু সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৩২ হাজার কোটি টাকা।
আগামী অর্থবছরে বিদেশী ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ১২ হাজার ৪৫৮ কোটি টাকা। এর মধ্যে নিট ঋণ নেয়া হবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা। আর ঋণ পরিশোধে ব্যয় করা হবে ১৭৮ হাজার কোটি টাকা।

আয় কোথা থেকে হবে : অর্থমন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য মোট কর রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে চার লাখ ৩৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল তিন লাখ ৮৯ হাজার কোটি টাকা। মোট কর রাজস্বের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আদায় করা হবে তিন লাখ ৭০ হাজার কোটি টাকা। এনবিআর-বহির্ভূত খাত থেকে আদায় করা হবে ১৮ হাজার কোটি টাকা এবং কর ব্যতীত প্রাপ্তি থেকে আদায় লক্ষ্য ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। চলতি ২০২১-২০২২ অর্থবছরে এনবিআর খাতে রাজস্ব আদায়ে লক্ষ্য নির্ধারিত রয়েছে তিন লাখ ৩৩ হাজার কোটি টাকা।
আগামী অর্থবছরে তিন হাজার ২৭১ কোটি টাকা বিদেশী অনুদান পাওয়া যাবে বলে বাজেটে উল্লেখ থাকছে।

কোথায় অর্থ ব্যয় করা হবে : আগামী অর্থবছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে চার লাখ ১১ হাজার ৪০৬ কোটি টাকা। এর মধ্যে সুদ দিতেই ব্যয় করতে হবে ৮০ হাজার ৩৭৫ কোটি টাকা। এই সুদের মধ্যে আবার দেশের অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয় হবে ৭৩ হাজার ১৭৫ কোটি টাকা। আর বিদেশী ঋণের সুদ গুনতে হবে সাত হাজার ২০০ কোটি টাকা। চলতি অর্থবছরে অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয়ের জন্য ধরা রয়েছে ৬২ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৬৫ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) : আগামী অর্থবছরের জন্য এডিপি’র আকার ধরা হয়েছে দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে দুই লাখ ৯ হাজার ৯৭৭ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।

জিডিপি আকার : আগামী অর্থবছরে জন্য জিডিপি’র আকার প্রাক্কলন করা হয়েছে ৪৪ লাখ ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। কিন্তু এই উচ্চাভিলাষী প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

মূল্যস্ফীতি : আগামী অর্থছরের মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করা হয়েছে।
অর্থমন্ত্রণালয়ের এক সূত্র জানায়, আগামী বাজেটের আকার সরকারের সাত লাখ কোটি কোটি টাকা করার ইচ্ছে ছিল; কিন্তু কোভিড-উত্তর পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই অঙ্কে বাজেট নেয়া সম্ভব হয়নি। কারণ বিদ্যমান পরিস্থিতিতে সম্প্রসারণমুখী বাজেট করা যাচ্ছে না। এর মূল কারণ পর্যাপ্ত অর্থের সংস্থান করা আগামী অর্থবছরে সম্ভব হবে না বলে মনে করা হয়েছে। তাই অনেকটা সঙ্কোচনমুখী বাজেটের দিকে নজর দেয়া হয়েছে। তবে এরপরও সামাজিক নিরাপত্তা খাতে বেশি করে নজর দেয়ার চেষ্টা করা হয়েছে।


এক নজরে বাজেট
বিবরণ বাজেট সংশোধিত বাজেট
২০২২-২৩ ২০২১-২২ ২০২১-২২
রাজস্ব প্রাপ্তি ও বৈদেশিক অনুদান
রাজস্ব প্রাপ্তি ৪,৩৩,০০০ ৩,৮৯,০০০ ৩,৮৯,০০০
করসমূহ ৩,৮৮,০০০ ৩,৪৬,০০০ ৩,৪৬,০০০
কর ব্যতীত প্রাপ্তি ৪৫,০০০ ৪৩,০০০ ৪৩,০০০
বৈদেশিক অনুদান ৩,২৭১ ৩,১৯২ ৩,৪৯০
মোট : ৪,৩৬,২৭১ ৩,৯২,১৯২ ৩,৯২,৪৯০
ব্যয়
পরিচালন ব্যয় ৪,১১,৪০৬, ৩,৬৬,৬২৭ ৩,৬১,৫০০
আবর্তক ব্যয় ৩,৭৩,২৪২ ৩,৪০,৫৭২ ৩,২৮,৮৪০
উন্নয়ন ব্যয় ২,৫৯,৬১৭ ২,২১,৯৪৮ ২,৩৭,০৭৮
বার্ষিক উন্নয়ন কর্মসূচী ২,৪৬,০৬৬ ২,০৯,৯৭৭ ২,২৫,৩২৪
মোট - ব্যয় : ৬,৭৮,০৬৪ ৫,৯৩,৫০০ ৬,০৩,৬৮১
সামগ্রিক ঘাটতি (অনুদানসহ) -২,৪১,৭৯৩ -২,০১,৩০৮ -২,১১,১৯১
(জিডিপির শতকরা হার) -৫.৪ -৫.১ -৬.১

https://www.dailynayadiganta.com/first-page/668625