৩০ মে ২০২২, সোমবার, ১১:৩৫

ডলারের দাম আরও বাড়ল ১.১৫ টাকা

বৈদেশিক মুদ্রা বাজারে চাহিদা অনুযায়ী ডলার না পাওয়ায় এর দাম আরও এক দফা বেড়েছে। এই দফায় প্রতি ডলারের দাম বাড়ল ১ টাকা ১৫ পয়সা। ফলে এখন গ্রাহকের কাছে আমদানির জন্য প্রতি ডলার বিক্রি হবে ৮৯ টাকা ১৫ পয়সা দরে। আন্তঃব্যাংকে বেড়েছে ১ টাকা ১০ পয়সা। এখন থেকে আন্তঃব্যাংকে প্রতি ডলার বিক্রি হবে ৮৯ টাকা দরে। রোববার কেন্দ্রীয় ব্যাংক ডলারের এই দর অনুমোদন করেছে। আজ থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংক এই দরেই ডলার কেনাবেচা করবে। তবে নগদ ডলারের ক্ষেত্রে এই দর প্রয়োজ্য হবে না। ব্যাংকগুলো নিজেরাই ওই দর নির্ধারণ করবে। এর মাধ্যমে সব ব্যাংকে ডলারের একক দর কার্যকর হলো।

সূত্র জানায়, বৈদেশিক মুদ্রা ব্যবসায় নিয়োজিত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ডলারের দাম আরও বেশি বাড়ানোর প্রস্তাব করেছিল কেন্দ্রীয় ব্যাংকে। তারা প্রতি ডলারের দাম ২ টাকার বেশি বাড়াতে চেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তাতে সায় দেয়নি। পরে তারা প্রতি ডলারের দাম ১ টাকা ৯৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করে রোববার সকালে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয়। কেন্দ্রীয় ব্যাংক ওই দরও অনুমোদন করেনি। সারাদিন কেন্দ্রীয় ব্যাংক বাফেদার প্রস্তাব পর্যালোচনা করে সন্ধ্যায় নতুন বিনিময় হার অনুমোদন করেছে।

সূত্র জানায়, নতুন বিনিময় হারের সঙ্গে সমন্বয় রেখে ব্যাংকগুলো অন্যান্য খাতেও ডলারের দাম নিজেরা নির্ধারণ করবে। ওই দামে আজ থেকে ডলার কেনাবেচা করবে। তবে আন্তঃব্যাংকে যেসব ডলারের লেনদেনের নিষ্পত্তি হয়নি সেগুলোর ক্ষেত্রে রোববার থেকেই নতুন দর কার্যকর হবে। এর আগে আন্তঃব্যাংকে প্রতি ডলারের দাম ছিল ৮৭ টাকা ৯০ পয়সা। এখন হবে ৮৯ টাকা টাকা। এক্ষেত্রে ডলারের দাম বাড়ল ১ টাকা ১০ পয়সা। বৃদ্ধির হার ১ দশমিক ২৫ শতাংশ। আমদানির জন্য প্রতি ডলার ব্যাংকগুলো বিক্রি করবে সর্বোচ্চ ৮৯ টাকা ১৫ পয়সা দরে। আগে বিক্রি হতো ৮৮ টাকা দরে। এক্ষেত্রে দাম বেড়েছে ১ টাকা ১৫ পয়সা। বৃদ্ধির হার ১ দশমিক ৩১ শতাংশ। এবার নিয়ে চলতি বছরের ৫ মাসে ডলারের দাম ৭ দফায় বাড়ল ৩ টাকা ২৫ পয়সা। এর মধ্যে শুধু মে মাসেই বাড়ানো হয়েছে ৬ দফা। এর আগে ডলারের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছিল ৮০ পয়সা। গত সপ্তাহে বাড়ানো হয় ৪০ পয়সা। এর আগে দুই দফায় ২০ পয়সা করে ৪০ পয়সা এবং আরও দুই দফায় ২৫ পয়সা করে ৫০ পয়সা বাড়ানো হয়।

নতুন দরের আলোকে ব্যাংকগুলো রেমিটেন্স সংগ্রহের জন্য নতুন দর নির্ধারণ করবে। একই সঙ্গে রপ্তানির বিলের নতুন দরও নির্ধারণ করবে তারা। তবে ওই দর নতুন রেটের সঙ্গে সমন্বয় করে করতে হবে। এখন থেকে ব্যাংকগুলো আন্তঃব্যাংক থেকে ডলার কিনে সর্বোচ্চ ১৫ পয়সা দরে বিক্রি করতে পারবে। আগে ১০ পয়সা বেশি দরে বিক্রি করতে পারত। এর আগে এই ব্যবধান ছিল ২৫ পয়সা। তবে অন্যান্য খাতে ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান ১ টাকার বেশি হতে পারবে না।

এর আগে ব্যাংকগুলো বাজার থেকে কম দামে ডলার কিনে আমদানির জন্য সর্বোচ্চ ৯৬ টাকা দরেও বিক্রি করেছে। নগদ ডলার ৯৭ টাকা দরে বিক্রি করেছে।

https://www.jugantor.com/todays-paper/first-page/556382