২৩ আগস্ট ২০২১, সোমবার, ১২:৫৪

পূর্ণ ডোজ নিয়েছেন চার শতাংশেরও কম মানুষ

ভ্যাকসিন প্রদানে ধীরগতি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ। এর মধ্যে ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে চাইছে সরকার। সে হিসাবে প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেয়ার কথা। তবে দেশে এখন পর্যন্ত ৪ শতাংশেরও কম মানুষকে পূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে। প্রথম ডোজ দেয়া হয়েছে ১০ শতাংশের কম মানুষকে। টিকার জন্য সাড়ে ৩ কোটি লোকের নিবন্ধন করা হলেও দেড় কোটির কিছু বেশি মানুষ ১ম ডোজ নিতে পেরেছেন।

এদিকে দেশে এখন পর্যন্ত ৪ ধরনের কোম্পানির টিকা প্রয়োগ করা হচ্ছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের টিকা কেন্দ্রে ভিড় করছেন সাধারণ মানুষ।

নিবন্ধন করেও অনেকে টিকা নিতে পারছেন না। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে এবং একাধিক বার কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। যদিও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে এখন দেশে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ৭ই ফেব্রুয়ারি থেকে টিকা দেয়া শুরু হয়। ২১শে আগস্ট পর্যন্ত পূর্ণ ডোজ টিকা নিয়েছেন ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন। যা মোট জনসংখ্যার ৩ দশমিক ৭৮ শতাংশ। প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জন। মোট জনসংখ্যার ৯ দশমিক ৬৯ শতাংশ। এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ১৮৪ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করছেন ৩ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৩২৫ জন, পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন ৪ লাখ ৩ হাজার ৮৫৯ জন। অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোড নিয়েছেন ৫৮ লাখ ২৪ হাজার ১৭২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫১ লাখ ৬৩ হাজার ৮২৮ জন। ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন ৫১ হাজার ১১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ হাজার ২৪৯ জন। সিনোফার্মের ১ম ডোজ টিকা নিয়েছেন ৮০ লাখ ৭ হাজার ৫৩৮ জন। ২য় ডোজ সম্পন্ন করেছেন ৯ লাখ ৪২ হাজার ৪৯৭ জন। মর্ডানার ১ম ডোজ টিকা নিয়েছেন ২৫ লাখ ৩ হাজার ৪৮২ জন। ২য় ডোজ সম্পন্ন করেছেন আরও ২ লাখ ৪৫ হাজার ৮৯২ জন।
এদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী নেপালে একই সময়ে মোট জনসংখ্যার ১৩ দশমিক ৪ শতাংশ নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে। দেশটিতে ৩৮ লাখ ৩৫ হাজার মানুষ সম্পূর্ণ ডোজ নিয়েছেন। প্রথম ডোড নিয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ। যা মোট জনসংখ্যার সাড়ে ১৭ শতাংশ। ভারতে এখন পর্যন্ত ১২ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৯৩৬ জন পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। যা দেশটির মোট জনসংখ্যার সাড়ে ৯ শতাংশ। ১ম ডোজ নিয়েছেন ৪৪ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৮৮৪ জন। যা মোট জনসংখ্যার ৩৩ শতাংশ। ভুটানে ১৫ই আগস্ট পর্যন্ত ৬২ দশমিক ২ শতাংশ নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে। পূর্ণ ডোজ টিকা নিয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৫৪৭ জন। ১ম ডোজ টিকা নিয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৯৬৩ জন। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। পাকিস্তানে দেশটির ৬ দশমিক ২ শতাংশ নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন ১৭ দশমিক ১ শতাংশ।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণের ৩য় ঢেউয়ের বিস্তার রয়েছে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে গত ২ মাস ধরে মৃত্যু হচ্ছে বেশি। সরকারি হিসেবে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ হাজারের অধিক মানুষ মারা গেছেন। সাড়ে ১৪ লাখের অধিক মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মারা গেছেন ৯ হাজার ১১৯ জন। বিভাগওয়ারী মৃত্যুর হার প্রায় ৪৭ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ৩ হাজার ৫৭৩ জন। মৃত্যুর হার ১৮ শতাংশের বেশি। খুলনা বিভাগে ২ হাজার ৫৬১ জন। মৃত্যুর হার ১৩ দশমিক ২ শতাংশ। তবে গত এক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে।

https://mzamin.com/article.php?mzamin=289457&cat=2