২২ আগস্ট ২০২১, রবিবার, ১২:৪৭

বনানীর ছয়তলা ভবনে আগুন

তীব্র যানজটে দিনভর অসহনীয় দুর্ভোগ

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় শনিবার সকালে ছয়তলা একটি ভবনে (আনন্দ টিভি ভবন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির তিনতলায় একটি কেমিক্যাল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কেউ হতাহত হননি। এ সময় মহাখালী থেকে বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যার প্রভাব পড়ে রাজধানীর সর্বত্র। সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে দিনভর অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। প্রচণ্ড গরমের মধ্যেই যানবাহন থেকে নেমে অফিসগামী মানুষ হেঁটে নির্ধারিত সময়ের পরে গন্তব্যে পৌঁছেন।

ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা জানান, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বনানীর ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। এর ৪ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা করে বেলা ১টা ১৫ মিনিটে ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ভবনে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীরা সেখানে পৌঁছানোর আগে আগুন লাগে। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রচণ্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসের একজন অসুস্থ হয়ে পড়েন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডের পর উত্তরা থেকে ফার্মগেট ও মহাখালীমুখী সড়কে যানজটে আটকা পড়েন কয়েক হাজার মানুষ। আগুন লাগার কারণে ভবনটির সামনের সড়কে যান চলাচল বিঘ্নিত হয় জানিয়ে ঢাকা মহানগর পুলিশের পরিদর্শক (ট্রাফিক) মো. সালাউদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি উন্নতি হতে শুরু করে। আগুন লাগার পরপরই উত্তরা থেকে ফার্মগেটমুখী সড়কে যান চলাচল পুলিশ বন্ধ করে দেয়। এতে বনানী, ফার্মগেট, ময়মনসিংহ সড়ক, বিজয় সরণি, মহাখালী, তেজগাঁও, সাত রাস্তার মোড়, সোনারগাঁও, কাওরান বাজার, শাহবাগ, মগবাজারসহ আশপাশের রাস্তায় কয়েকশ গাড়ি রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিল। কয়েক ঘণ্টা অপেক্ষার পর পরিস্থিতির উন্নতি না দেখে রোদ মাথায় করে হেঁটে গন্তব্যে রওনা হন অনেকে। মগবাজার থেকে অনেক গাড়ি হাতিরঝিল, রামপুরা হয়ে বিকল্প পথ অনুসরণ করতে গিয়ে সেখানেও দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বেলা ১১টায় উত্তরা থেকে বাসে আসা যাত্রী হাফিজুর রহমান বলেন, পল্টন যাব। বনানীতে আসার পর পুলিশ রাস্তা বন্ধ করে দেয়। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর নেমে হেঁটে চলছি। কখন যে পৌঁছাব জানি না। দুই পাশের সড়কে কত গাড়ি আটকে আছে হিসাব নেই। অটোরিকশায় তেজগাঁও সাত রাস্তা মোড়ে এসে আটকে যাওয়া ফরিদা ইয়াসমীন বলেন, পল্টন থেকে রওনা হয়েছি ১০টায়। এখন বাজে ১টা। সিএনজি থেমেই আছে। কী করব বুঝতে পারছি না। মহাখালী ফ্লাইওভারের নিচে আটকা পড়া একটি প্রাইভেট কারের চালক শফিক আহমেদ বলেন, কোনো দিকেই গাড়ি ঘোরানোর পথ নেই। দুবার চেষ্টা করেছি। কিন্তু দেখলাম সব রাস্তায় গাড়ি ঘণ্টার পর ঘণ্টা বসা, তাই স্টার্ট বন্ধ করে দিয়েছি।

বিকাল ৩টায় মহাখালীর কাছে ফ্লাইওভারের ওপর রোদের মধ্যে থাকা অটোরিকশাচালক নূর মিয়া বলেন, যে অবস্থা সৃষ্টি হয়েছে সন্ধ্যা পর্যন্ত মনে হয় বসে থাকতে হবে। এখনো তো কোনো আলামত দেখছি না। নতুন বাজার এলাকায় যানজটে বসে থানা বেসরকারি বিমা কোম্পানি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিকল্প পথ অনুসরণ করতে গিয়েও রেহাই পাচ্ছি না। নতুন বাজারের কাছে আসতে আমার সময় লেগেছে পাক্কা আড়াই ঘণ্টা। বনানীর আগুনের উত্তাপ পুরো ঢাকা শহরে পড়েছে বলে মনে হচ্ছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে ফাইবারের জিনিসপত্রসহ বিভিন্ন প্রকার কার্টন মজুত রাখা হয়েছিল। শুরুর দিকে যখন আমরা আগুন নেভানোর জন্য পানি ছিটাচ্ছিলাম তখন আগুনের ব্যাপকতায় ব্যাপক তাপের সৃষ্টি হয়। ভেতরে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছিল না। কিছুক্ষণ পরপরই আমাদের কয়েকজন গিয়ে পানি ছিটিয়ে আবার ফিরে আসতে বাধ্য হন। ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল, ভবনটি থেকে ধোঁয়া বের হওয়ার কোনো রাস্তা ছিল না।

ওই ভবনের পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না উল্লেখ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হবে। ভবনে থাকা গোডাউনে কী কী ধরনের দাহ্য পদার্থ ছিল, তদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা সম্ভব হবে। ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ভবনটির চারতলা ও পাঁচতলায় জানালা ছিল না। এক পর্যায়ে আমরা চারতলা-পাঁচতলার দেওয়ালের কিছু অংশ ভেঙে ধোঁয়া বের করে দিই।

আর গতকাল সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির বলেন, ফায়ার সার্ভিসের কর্মী বাদে হতাহত হওয়া আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, সে খোঁজ নেওয়া হচ্ছে। আগুন সম্পূর্ণ নির্বাপণে ফায়ার সার্ভিসের সদস্য এখনো কাজ করছেন। এ কাজ শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি বলেন, ওই ভবনে তৃতীয়তলায় এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনে কেমিক্যালজাতীয় প্রচুর দাহ্য পদার্থ ছিল। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুনের কাছে যেতে সমস্যা হয়।

এদিকে গতকাল শনিবার সকালে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় অগ্নিদুর্ঘটনা কবলিত এমিকন ভবন পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বনানীর এমিকন ভবনের সব ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত৬ থাকবে।

তিনি বলেন, বিল্ডিং কোডসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রদত্ত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করার পর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে, অন্যথায় ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই তার নির্দেশনা মোতাবেক ডিএনসিসির পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়।

আহতদের চিকিৎসা সম্পর্কে ডিএনসিসি মেয়র বলেন, প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য ডিএনসিসির ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে একটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়। আর এমিকন ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে ডিএনসিসির পানির গাড়ির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ নিশ্চিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বিতভাবে কাজে অংশগ্রহণ করে।

https://www.jugantor.com/todays-paper/first-page/456231/