২৭ এপ্রিল ২০২০, সোমবার, ৪:১৬

চার জেলায় সাড়ে ৬শ’ বস্তা চাল জব্দ

ইউপি সদস্য ও ডিলারসহ গ্রেফতার ৮

সিলেটের জকিগঞ্জ, নোয়াখালীর সেনবাগ ও কিশোরগঞ্জের ভৈরবসহ চার জেলা থেকে রোববার খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) সাড়ে ৬শ’ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য ও ডিলারসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালীর সেনবাগে চাল চুরির ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট ও জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জ উপজেলায় ৫৭০ বস্তা চাল দোকানে বিক্রির চেষ্টাকালে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। রোববার উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন ডিলার জয়নাল আহমদ, আইয়র গ্রামের ডিলার আবদুল মুকিত, কসকনকপুর গ্রামের ট্রাকচালক কামরুল ইসলাম, বারগাত্তা গ্রামের সইফ উদ্দিন, নগরকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ও দেওয়ানের চক গ্রামের বিপ্লব আহমদ।

সেনবাগ (নোয়াখালী) : নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ১৫ বস্তা চাল উদ্ধারের ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হচ্ছেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন ও নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু। এদের মধ্যে শাহ জাহান খান খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার।

ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৫ বস্তা চাল জব্দ করেছেন র‌্যাব সদস্যরা। এ সময় মিল মালিক হাজী রহিমকে আটক করা হয়। শনিবার রাত সাড়ে ৮টায় ডোমরাকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।

শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মৎস্যজীবীদের মাঝে বিতরণের ৫৩ বস্তা চালসহ রোববার মোফাজ্জেল বেপারী নামে এক মেম্বারকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর ওই ইউনিয়নের চেয়ারম্যান গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপনকে বারবার মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি।

https://www.jugantor.com/todays-paper/news/302008