২২ এপ্রিল ২০২০, বুধবার, ৫:৫৮

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা

ডাক্তার-নার্স করোনায় আক্রান্ত

দেশে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে। ফলে বাড়ছে আতঙ্ক। সর্বশেষ ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী শনাক্ত হওয়ার পর সেখানকার নিয়মিত প্রেস ব্রিফিং বাতিল করে অনলাইন ব্রিফিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকেই সেটা শুরু হতে পারে। এছাড়া পটুয়াখালীর দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী-স্ত্রীসহ তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর তাদের আইসোলেশনে নেয়া হয়েছে।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কথা জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, লাখাই উপজেলার প্রচুর লোক ঢাকায় হোটেল রেস্টুরেন্টে কাজ করেন। তাদের অনেকেই পরিচয় গোপন করে চিকিৎসা নিয়েছেন। ওই চিকিৎসক যাদের চিকিৎসা দিয়েছেন তাদের সবার কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। তাদের নমুনা নিয়ে পরীক্ষা করা হবে। যেহেতু হাসপাতালের ডাক্তার এবং নার্স করোনা আক্রান্ত হয়েছেন তাই আপাতত হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হচ্ছে। পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, অনেক জায়গায়ই ডাক্তার, নার্সরা আক্রান্ত হচ্ছেন। তারাই এখন সামনে থেকে করোনা মোকাবেলা করছেন। তারা কষ্ট পান বা তাদের মনোবল হারাতে পারে এমন কোনো মন্তব্য করা থেকে এখন সবাইকে বিরত থাকতে হবে।

রামেক হাসপাতালে আতঙ্ক, ব্রিফিং বাতিল : রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা রোগী শনাক্ত হওয়ার পর হাসপাতালটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে চিকিৎসদের প্রকাশ্যে নিয়মিত ব্রিফিং বাতিল করা হয়েছে। ৮০ বছর বয়সী বৃদ্ধ ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। সোমবার তার নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের গেটে করোনার রাজশাহীর সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করা হচ্ছিল। বুধবার থেকে ব্রিফিংটি অনলাইনে করার কথা ভাবছে করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ। মঙ্গলবারের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, এক্স-রে করার পরই তার মধ্যে করোনার উপসর্গ বোঝা যাচ্ছিল। পরে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। রোগী ভালো আছেন। তার স্ত্রী ও ছেলেও রয়েছেন সংক্রমণ ব্যাধি হাসপাতালে। মঙ্গলবার তাদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। ব্রিফিং অন্যদের মধ্যে রাজশাহী সদর আসনের এমপি ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশা, রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন আইসোলেশনে : দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দশমিনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ ৩ জন করোনায় আক্রান্ত। তাদের নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের আইসোলেশনে নেয়া হয়েছে। সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক, তার স্ত্রী ও কাটাখালী গ্রামের এইচএসসি পরীক্ষার্থীর ছেলে নাইমুলকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, এ যাবত ৩৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে ওই ৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।

https://www.jugantor.com/todays-paper/news/300467/