২০ এপ্রিল ২০২০, সোমবার, ৬:০৬

করোনায় আরো ৭ জনের মৃত্যু

জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন; সোহরাওয়ার্দী হাসপাতালের পাঁচ চিকিৎসক আক্রান্ত; মোট মৃত্যু ৯১, আক্রান্ত ২,৪৫৬ জন; ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাতজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৯১। এ ছাড়া, আক্রান্ত আরো ৩১২ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ৪৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। গতকাল করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ এবং বিস্তার রোধের চ্যালেঞ্জ মোকাবেলায় ১৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা দেয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-আইইডিসিআর। এরপর ধাপে ধাপে রোগী বাড়তে থাকে। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এ দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের পাঁচজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক শিশু আক্রান্ত হওয়ার পর গতকাল এই হাসপাতালের নতুন করে আরো ১০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নোয়াখালীর চাটখিলে একজন, খুলনায় দুইজন, বগুড়ার শাজাহানপুরে একজন, চট্টগ্রামে একজন, গাইবান্ধায় দুইজন, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একজন, কুষ্টিয়ার কুমারখালীতে একজন ও নোয়াখালীর চাটখিলে একজন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার নতুন করে ৩১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন দুই হাজার ৪৫৬ জন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি করোনাভাইরাসের সার্বিক অবস্থা তুলে ধরেন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন এবং দেশে মোট সুস্থ হলেন ৭৫ জন। মোট দুই হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১২ জনকে এ ভাইরাসটিতে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৮২৫টি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা ঘরে থাকুন। এটাই করোনা যুদ্ধের মূলমন্ত্র। তিনি বলেন, আরো বেশি করে পরীক্ষা করতে হবে একই সাথে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে হবে। তিনি জনগণের উদ্দেশে বলেন, একটু কষ্ট করে ঘরে থাকুন করোনাভাইরাসের বিরুদ্ধে আমরা জয়ী হবোই।

স্বাস্থ্যমন্ত্রীর পর স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩১২ জনের মধ্যে ৬৬ শতাংশ পুরুষ এবং ৩৪ শতাংশ নারী। আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় ৪৪ শতাংশ, নারায়ণগঞ্জে ৩১ শতাংশ। অবশিষ্ট আক্রান্ত ২৫ শতাংশ দেশের বিভিন্ন অঞ্চলের। গত ২৪ ঘণ্টায় মৃত সাত ব্যক্তির মধ্যে পাঁচজন পুরুষ এবং দুইজন নারী। তাদের মধ্যে তিনজন রাজধানীর বাসিন্দা এবং চারজন নারায়ণগঞ্জের।

সোহরাওয়ার্দী হাসপাতালের পাঁচ চিকিৎসক আক্রান্ত : রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাঁচ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত পাঁচজনের মধ্যে দু’জন মেডিসিন বিভাগ, একজন শিশু বিভাগ, একজন অবেদনবিদ্যা বিভাগ ও একজন বহির্বিভাগের চিকিৎসক। আক্রান্ত পাঁচ চিকিৎসক কোনো রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতাল সূত্র বলছে, তাদের সন্দেহ, বহির্বিভাগের চিকিৎসক প্রথমে আক্রান্ত হন। পরে অন্যরা সংক্রমিত হন। এ দিকে এ হাসপাতালের মোট ১০২ জন সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩২ জন চিকিৎসক ও নার্স। সোহরাওয়ার্দী হাসপাতালের সহকারী পরিচালক মামুন মোর্শেদ বলেন, গতাল রোববার তাদের নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসা প্রদানকালে রোগীর সংস্পর্শে আসার কারণে তাদের নমুনা নেয়া হয়েছে। এর আগে গত শনিবার এই হাসপাতালে সাড়ে পাঁচ বছরের এক শিশুর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। ওই শিশুটির চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সব চিকিৎসক ও নার্সের নমুনা সংগ্রহ করা হয়। অপর ৭০ জন সাধারণ মানুষের নমুনা মিলিয়ে মোট ১০২ জনের নমুনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন : দেশে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ এবং বিস্তার রোধের চ্যালেঞ্জ মোকাবেলায় ১৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা: মোহাম্মদ শহীদুল্লাহকে। এ ছাড়াও জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা: নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা: এ কে আজাদ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহলা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি অধ্যাপক ডা: ইকবাল আর্সনাল, অবসটেট্ররিকেল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: রওশন আরা বেগম, আইসিডিডিআরবির মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ রিসার্চের পরিচালক ডা: শামস এল আরেফিন, এনেসথিওলজিস্ট অধ্যাপক ডা: খলিলুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: হুমায়ন সাত্তার,
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা: মো: গোলাম মোস্তফা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা: মাহমুদুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা: মো: আব্দুল মোহিত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সব চিকিৎসকেরা সরকারকে কোভিড-১৯ প্রতিরোধ, হাসপাতালে সেবার মান বৃদ্ধি, যেসব চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসকসহ অন্যান্যদের উৎসাহ প্রদানে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় ও কোভিড-১৯ এর ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার বিষয়ে পরামর্শ দেবেন।

গত ২৮ মার্চ আটজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আদেশে বলা হয়েছে, জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটি এবং এ কমিটি উভয় প্রয়োজনবোধে যেকোনো কমিটির এক বা একাধিক সদস্যের সাথে মতবিনিময় করতে পারবে। কমিটি প্রয়োজনে সদস্য বৃদ্ধি করতে পারবে বলেও আদেশ উল্লেখ করা হয়েছে।

নারায়ণগঞ্জে চারজনের মৃত্যু, তিন ম্যাজিস্ট্রেটসহ নতুন আক্রান্ত ৭৭
নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, করোনাভাইরাসের ক্লাস্টার নগরী নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। এ ছাড়া তিনজন ম্যাজিস্ট্রেটসহ নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৭৭ জন। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে গতকাল রোববার এ তথ্য জানা গেছে। মৃত ব্যক্তিরা হলেন- অরুণ দাস (৫৮), বিকাশ সাহা (৫৫), দুদু মিয়া (৫২) ও মমতাজ সালাম বেবী (৬০)। এ দিকে গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা: ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের তিনজন সহকারী কমিশনার করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, তানিয়া তাবাসসুম ও আব্দুল মতিন খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। তারা প্রত্যেকেই ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

চাটখিলে সর্দি-জ¦রে মহিলার মৃত্যু
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা জানান, চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) গত শনিবার রাতে তার নিজ বাড়িতে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে সর্দি-জ¦র ও ডায়াবেটিকসে ভুগছিলেন। চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে তারা রাতেই মহিলার বাড়িতে গিয়ে মহিলা ও তার দুই সন্তানের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য রোববার সকালে চট্টগ্রামে পাঠিয়েছে।

লক্ষ্মীপুরে নতুন তিনজনসহ আক্রান্ত ২২
লক্ষ্মীপুর সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরে নতুন করে আরো তিনজনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে সদর উপজেলায় দুজন ও রামগঞ্জ উপজেলায় একজন। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আবদুল গফফার। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ৪৫টি নমুনার রিপোর্ট আসে। এতে তিনজনের করোনা পজেটিভ এসেছে। বাকি ৪২টি নেগেটিভ আসে। এর মধ্যে রামগঞ্জ উপজেলার কাসিম নগরে ১৯ মাসের কন্যা শিশুর করোনা পজেটিভ এসেছে। এ ছাড়া সদর উপজেলার শামসেরাবাদ এলাকার ২৫ বছর বয়সী এক যুবক ও লাখেরকান্দী ইউনিয়নের ৬২ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার এক দিনেই ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে জেলার রামগঞ্জ ও রামগতিতে প্রথম এবং দ্বিতীয় শনাক্তকৃত রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২২ জন।

জামালপুরে চিকিৎসকসহ আরো তিনজন আক্রান্ত
জামালপুর সংবাদদাতা জানান, জামালপুরে চিকিৎসকসহ আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা শেষে তাদের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এবং মাদারগঞ্জ উপজেলার বালিজুড়িতে একটি ডায়গনস্টিক সেন্টারে কর্মরত একই উপজেলার তেঘরিয়া ইউনিয়নের ২৮ বছর বয়সী এক নারী ও একই উপজেলার ভেলামারী গ্রামের নারায়ণগঞ্জফেরত এক ব্যক্তি রয়েছেন। গত শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান। রাতেই নতুন আক্রান্তদের জামালপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জেলা সদরসহ সাতটি উপজেলা থেকে এ পর্যন্ত ৪০৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা শেষে ২৪ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

সাইকেলে ৩৫০ কিলোমিটার পথ পাড়ি : করোনা পজেটিভ হওয়ায় আইসোলেশনে
বরগুনা সংবাদদাতা জানান, ৩৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে এক গার্মেন্ট কর্মী ঢাকা থেকে বরগুনায় এসেছিলেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। মাকে দেখার জন্যই তিনি সাইকেল চালিয়ে ঢাকা থেকে বরগুনায় গিয়েছিলেন। আসার সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। ওই ব্যক্তি জানিয়েছেন, আসার পথে যেসব জায়গায় থেমেছিলেন এবং যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ট্রেস ম্যাপ তৈরি করে বরগুনা স্বাস্থ্য বিভাগ ঢাকার আইইডিসিআরে পাঠিয়েছে। গার্মেন্ট বন্ধ থাকায় গত ১০ এপ্রিল তিনি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা করেন। সন্ধ্যা ৬টার দিকে মাওয়া পৌঁছে নামাজ পড়েন তিনি। এরপর মাওয়া ফেরিঘাট থেকে বরগুনার উদ্দেশে রওনা হন। মাঝপথে তিনি টেকেরহাটে যাত্রা বিরতি করেন। ১১ এপ্রিল রাত ৯টার দিকে বরগুনা পৌঁছান। তিনি ঢলুয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় রাত যাপন করেন। ১২ এপ্রিল সকালে স্থানীয়দের সহযোগিতায় তাকে লেমুয়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাকে বরগুনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্
ষার জন্য পাঠালে ১৪ এপ্রিল তিনি করোনা আক্রান্ত হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। ওই শ্রমিক বলেন, ‘আমি মাকে দেখতে ঢাকা থেকে বরগুনা রওনা দেই। যেহেতু লকডাউন চলছে তাই বাস বা লঞ্চের পরিবর্তে আমি সাইকেল চালিয়ে বরগুনা আসি। আমার স্ত্রী-সন্তানরা এখনো ঢাকায়।’
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দীন বলেন, আইসোলেশনে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ আছেন।

চট্টগ্রামে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো জানায়, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশনে থেকে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না সেটি জানতে নমুনা পরীক্ষা করা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের সীতাকু-ের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-বিআইটিআইডিতে ওই রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাসা চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার মুরগির ফার্ম এলাকায়। বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা: আবুল হাসান চৌধুরী নয়া দিগন্তকে বলেন, গত শনিবার বিকেলে ৫৫ বছর বয়সী ওই রোগীকে ভর্তি করানো হয়। ভর্তির পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো রিপোর্ট হাতে আসেনি। রিপোর্ট এলে জানা যাবে, তিনি করোনাক্রান্ত কিনা। ওই ব্যক্তি সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানান তিনি।

রূপগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্রান্ত, চেয়ারম্যান ইউএনও এসি ল্যান্ড হোম কোয়ারেন্টিনে
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। পরে উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ইউএনও মমতাজ বেগম, সহকারী কমিশনার ভুমি আফিফা খান, উপজেলার কর্মচারী ও তার পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। রোববার দুপুরে ইউএনও মমতাজ বেগম এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট গত এক সপ্তাহ আগে থেকে জ্বর, ঠা-া ও কাশিতে ভুগছিলেন। পরে তার নমুনা পরীক্ষা করা হলেও ফলাফল পজেটিভ আসে।

মিঠাপুকুরে চিকিৎসক আক্রান্ত
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি একই উপজেলার ইমাদপুর ইউনিয়নে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। ওই চিকিৎসকের সংস্পর্শে আসা ডাক্তার ও রোগীসহ অন্য ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রেখে তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

খুলনায় আইসোলেশন ওয়ার্ডে গৃহবধূর মৃত্যু
খুলনা ব্যুরো জানায়, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ডা: শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, পিরোজপুরের জিয়ানগরের বাসিন্দা গৃহবধূ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার রাতে খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

এদিকে খুমেকের আরো ২ শিক্ষকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন গ্যাস্ট্রোলজি বিভাগের সহযোগি অধ্যাপক রণজিত কুমার বণিক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা: ওমর ফারুক ফয়সাল।

পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা
পটুয়াখালী সংবাদদাতা জানান, পটুয়াখালী জেলাকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। সবাইকে এই লকডাউন মেনে চলার জন্য অনুরোধ জানা তিনি। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। পটুয়াখালী সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, পটুয়াখালী থেকে এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দুইজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

ঝালকাঠিতে নারায়ণগঞ্জফেরত পুলিশের এসআই আক্রান্ত
ঝালকাঠি সংবাদদাতা জানান, ঝালকাঠিতে নারায়ণগঞ্জফেরত পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) করোনা শনাক্ত হয়েছে। গত রোববার বেলা ১২টায় আইইডিসিআর থেকে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। খবর পেয়ে তার বাড়িসহ আশপাশের কয়েকটি ঘর লকডাউন করেছে জেলা প্রশাসন। করোনা আক্রান্ত ওই এসআইকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার। অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হবে বলেও জানান সিভিল সার্জন। ওই এসআই নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ১৪ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ থেকে ঝালকাঠি সদরের বাড়িতে আসেন।

কুমিল্লায় স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালকসহ তিনজন আক্রান্ত
কুমিল্লা ও বুড়িচং সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচংয়ে স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালকসহ নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া দাউদকান্দিতে আরেকজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লায় ৩৫ জন করোনায় আক্রান্ত হলেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়। বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, তার গাড়ির চালক, পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক কিশোরী নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের চিরার চর গ্রামের নারায়ণগঞ্জ থেকে আসা এক গার্মেন্টকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার তার স্ত্রী আক্রান্ত হলেন। তার বয়স ৩৪ বছর।

গাইবান্ধায় দুইজনের মৃত্যু
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে নারায়ণগঞ্জফেরত এক শ্রমিকেরে রোববার সকালে মৃত্যু হয়েছে। সে নিজ বাড়িতে জ¦র, শ^াসকষ্ট, গলাব্যথা নিয়ে মৃত্যুবরণ করে। অন্যদিকে সদর উপজেলা গিদারী ইউনিয়নের এক কৃষক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। গাইবান্ধা সিভিল সার্জন ডা: এ বি এম আবু হানিফ জানান, মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। একটি বিশেষায়িত টিম মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে লাশ দাফন করেছে। এ দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ বড় বড় শহর থেকে আগত মানুষের ঢল থামাতে পারছে না প্রশাসন। নৌপথসহ বিভিন্নভাবে গাইবান্ধায় ফিরছে তারা। বর্তমানে গাইবান্ধায় এক হাজার ৮৪৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

টঙ্গীবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, টঙ্গীবাড়ী উপজেলার হাট বালিগাঁও উপস্বাস্থ্য কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া সঙ্গীদের রোগী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গত রোববার দুপুর ১২টার দিকে ওই উপস্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক রোগীকে (৪০) নিয়ে আসেন দুই ব্যক্তি। ওই রোগীর শ্বাসকষ্ট হতে থাকলে তাকে নিয়ে দুই সঙ্গীকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা। এ সময় ভ্যান আনার কথা বলে দুই সঙ্গী পালিয়ে গেলে কিছুক্ষণ পর ওই রোগীর মৃত্যু হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

কুমারখালীতে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
কুষ্টিয়া সংবাদদাতা জানান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অজ্ঞাত পরিচয় ষাটোর্ধ্ব এক রোগীর মৃত্যু হয়েছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষার জন্য তার লাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল রোববার সকালে তার মৃত্যু হয়। কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গত দু’দিন আগে উপজেলার চড়াইকোল এলাকায় ষাটোর্ধ্ব ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয় এক গ্রামপুলিশ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসুস্থ অবস্থায় তার শরীরে করোনা উপসর্গ দেখা যায়নি। এরপরও করোনা পরীক্ষার জন্য তার লাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশ পুলশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টঙ্গীর এসি ল্যান্ড করোনাক্রান্ত
টঙ্গী সংবাদদাতা জানান, গাজীপুর জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ খান পাভেলের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ এসেছে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম গতকাল রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গোলাম মোর্শেদ সুস্থ আছেন এবং তার শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ পায়নি। তিনি (ডিসি) গোলাম মোর্শেদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। গোলাম মোর্শেদ সম্প্রতি জিএমপির গাছা থানা পুলিশের সাথে মোবাইল কোর্ট পরিচালনা করেছিলেন। গাছা থানার পাঁচ পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, গোলাম মোর্শেদ ওই পুলিশ কর্মকর্তাদের সংস্পর্শে থেকে করোনায় আক্রান্ত হন।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টিতে নতুন করে আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ জেলা লকডাউন ঘোষণা
মানিকগঞ্জ সংবাদদাতা জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানিকগঞ্জে জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসক এস এম ফেরদৌস জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের সুপারিশে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই লকডাউনের ঘোষণা দেন। রোববার সন্ধ্যা ৭টার পর থেকে এই আদেশ কার্যকর বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চাটখিলে এক মহিলার মৃত্যু
নোয়াখালী সংবাদদাতা জানান, নোয়াখালীর চাটখিলে করোনা উপসর্গ নিয়ে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফিরোজা বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত ফিরোজা বেগম চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেপারি বাড়ির জসিম উদ্দিনের স্ত্রী। তিনি শ্বাসকষ্ট, কাশি, সর্দি ও ডায়াবেটিকস নিয়ে মারা যান। সকালে তার নমুুুুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনার পল্লীতে মুহুরীর মৃত্যু

খুলনা ব্যুরো জানায়, খুলনা জেলার পল্লীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একরামুল মোল্লা (৫০) নামে এক মুহুরীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাঠি গ্রামের নিজ বাড়িতে একরামুলের মৃত্যু হয়। গ্রামবাসী জানান, পাঁচ-সাত দিন ধরে একরামুল মোল্লা সর্দি, জ্বর, কাশি, গায়ে ব্যথা ও শ^াসকষ্টে ভুগছিলেন। তিনি কোনো হাসপাতালে ভর্তি না হয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। অসুস্থ অবস্থায় গতকাল রোববার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তবে মৃত একরামুলের পরিবারের সদস্যরা জানান তিনি হৃদরোগে মারা গেছেন। গ্রাম পুলিশ দিয়ে তার বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য তার লাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

শাজাহানপুরে একজনের মৃত্যু
শাজাহানপুরে (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শাজাহানপুরে শ্বাসকষ্ট, জ্বর, গলাব্যথা নিয়ে মোহাম্মদ আলী (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বেতগাড়ি গ্রামের মৃত কাজেম আলীর ছেলে। গতকাল রোববার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কিছু দিন ধরে ওই ব্যক্তি জ্বর, সর্দি, কাশ, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগতে ছিল।

শিবচরে আবার সংক্রমিত চারজনসহ আটজন সুস্থ
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আবার সংক্রমিত হওয়া চারজনসহ আটজন সুস্থ হয়ে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এ উপজেলায় ১১ জন সুস্থ হলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শিবচর উপজেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন, একজন মারা গেছেন, ১১ জন সুস্থ ও বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন। উল্লেখ্য, আইইডিসিআর ঘোষিত অধিক ঝুঁকিপূর্ণ শিবচর গত ১৯ মার্চ রাত থেকে লকডাউন করা হয়েছে।

এমপি কেরামত আলীর স্ত্রী আক্রান্ত
রাজবাড়ী সংবাদদাতা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা (সাজু)। রাজবাড়ীর সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম বলেন, রেবেকা সুলতানা গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। বর্তমানে তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

দিনাজপুরে দেড় বছরের শিশু আক্রান্ত
দিনাজপুর সংবাদদাতা জানান, দিনাজপুরে দেড় বছর বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ পজেটিভ রোগীর সংখ্যা ১১ জনের পৌঁছাল। গতকাল রোববার শিশুটির শরীরে করোনা শনাক্ত হলেও এর আগেই গত ১৪ এপ্রিল তার মা-বাবার করোনা শনাক্ত হয়। গার্মেন্টে চাকরির সুবাদে তারা গাজীপুরে বসবাস করলেও করোনা প্রকোপে তারা দিনাজপুরে চলে আসেন।

ধুনটে রোগী পলাতক, এলাকায় আতঙ্ক
বগুড়া অফিস জানায়, করোনাভাইরাস উপসর্গ নিয়ে বগুড়ার ধুনট হাসপাতালে ভর্তি রোগী শান্তা খাতুন পালিয়ে গেছেন। গতকাল রোববার দুপুরে ওই রোগী ধুনট হাসপাতালের মহিলা ওয়ার্ডের আইসোলেশন থেকে পালিয়ে যায়। শান্তা ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহে আরো ১২ জনের করোনা রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা এখন ৩১ জনে দাঁড়িয়েছে। ময়মনসিংহের পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় নান্দাইলের তসলিমা খাতুন, সালমা আক্তার, ফুলপুরের জাহিরুল ইসলাম, হালুয়াঘাটের তাসমিনা আফরিন, মুক্তাগাছার সালমা আক্তার ও আবদুল খালেক, সদর উপজেলার দীঘারকান্দার জীবন মিয়া, শিকারীকান্দার আলিম, ডা: পি এন সারকার, ঈশ্বগঞ্জের আজুফা, ভালুকার আবু হানিফ ও ভাটিকাশরের লোটাস চিসিমের করোনা শনাক্ত হয়।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত চারজনের তিনজনই এসেছেন নারায়ণগঞ্জ থেকে। অপরজন ঢাকা থেকে এসেছেন। ফলে রাজশাহী জেলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আসা মানুষের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ কারণে অন্য জেলা থেকে আসা লোকজনকে কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা।

নেত্রকোনা সংবাদদাতা জানান, নেত্রকোনায় গতকাল রোববার আরো দু’জন করোনায় আক্রান্ত হওয়ায় তা বেড়ে এখন মোট ২৪ জন হয়েছে। আক্রান্তদের মধ্যে বারহাট্টা উপজেলায় ১০ জন, নেত্রকোনা সদরে চারজন, খালিয়াজুরিতে চারজন, কেন্দুয়ায় একজন, মোহনগঞ্জে দু’জন, কলমাকান্দা উপজেলায় দু’জন ও আটপাড়া উপজেলায় একজন রয়েছেন। আক্রান্তদের বেশির ভাগই গার্মেন্টকর্মী।

কক্সবাজার সংবাদদাতা জানান, কক্সবাজারে এক দিনেই শনাক্ত হলো চারজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। এর মধ্যে তিনজন দ্বীপ উপজেলা মহেশখালীর এবং অন্যজন সীমান্ত উপজেলা টেকনাফের। গতকাল রোববার মেডিক্যাল কলেজ ল্যাবে করোনাভাইরাস নমুনা পরীক্ষায় এই চারজনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে কক্সবাজারে মোট পাঁচজন করোনাভাইরাসের রোগী পাওয়া গেল।

মানিকগঞ্জ সংবাদদাতা জানান, মানিকগঞ্জে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয়জন। গোপালপুর ভাদুটিয়া এলাকা লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন। নতুন শনাক্ত হওয়া রোগীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের গোপালপুর ভাদুটিয়া এলাকায়। আক্রান্ত রোগী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন।

টাঙ্গাইল ও ভূঞাপুর সংবাদদাতা জানান, টাঙ্গাইলে নতুন করে আরো একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তার বাড়ি ভূঞাপুর উপজেলার গোবিন্দসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামে। গত ১৪ এপ্রিল তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। রোববার সকালে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়।

https://www.dailynayadiganta.com/first-page/496840