১৩ এপ্রিল ২০২০, সোমবার, ৫:০৩

চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা চালসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের একটি বাড়ি থেকে ২২৬ বস্তা চালসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। গতকাল দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলার ঝিলিম এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে মেশবাহুল হক ও গণকা গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মহারপুর জোড়া বকুলতলার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সরকারি খাদ্য কর্মসূচির ২২৬ বস্তা চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল ছিলো। চালগুলো খাদ্য কর্মসূচির সিল দেয়া বস্তা থেকে অন্য বস্তায় ভরা হচ্ছিল।

তিনি আরো জানান, আটক দুইজন ওই চালের প্রকৃত মালিক নয়। তারা শুধু দেখভালের দায়িত্বে ছিলেন। জেলার একজন চাল সরবরাহকারী ওই চালের মালিক বলে আটককৃতরা জানায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ ওরাউ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

https://www.dailyinqilab.com/article/282765/