১২ এপ্রিল ২০২০, রবিবার, ১:২২

না’গঞ্জের সিভিল সার্জন আক্রান্ত, মোট মৃত ৩০

নতুন তিনজনসহ মৃত্যু ৩০ আক্রান্ত ৪৮২; সিলেট, গাজীপুর, রাজবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়া লকডাউন; ফরিদপুরে দীর্ঘ সময় রাস্তায় পড়ে থেকে মৃত্যু; উপসর্গ নিয়ে আরো মৃত্যু ছয়জন; ভৈরব ও মুকসুদপুর থানার সবাই কোয়ারেন্টিনে

এবার করোনায় আক্রান্ত হলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা: মুহাম্মদ ইমতিয়াজ। গতকাল শনিবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ জানানো হয়। এর আগে নারায়ণগঞ্জ জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ডা: জায়েদুল ইসলামও করোনায় আক্রান্ত হন। গতকাল করোনায় আরো তিনজনের মৃত্যু ও ৫৮ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের। আক্রান্ত হয়েছেন ৪৮২ জন। করোনা উপসর্গ নিয়ে গতকাল ছয় মাসের এক শিশুসহ আরো ছয়জন মারা গেছেন। দুইজন পুলিশ সদস্য আক্রান্ত হওয়ায় কিশোরগঞ্জের ভৈরব ও গোপালগঞ্জের মুকসুদপুর থানার সব পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। নতুন করে লকডাউন করা হয়েছে সিলেট, গাজীপুর, রাজবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা। আর পুরোপুরি লকডাউনের পথে খুলনা জেলা।

এ দিকে ফরিদপুরে জ¦রে আক্রান্ত হয়ে রাস্তার ধারে সারা দিন কাতরানোর পরেও করোনা সন্দেহে তার সাহায্যে এগিয়ে আসেনি কেউ। রাতে পুলিশ তাকে ফরিদপুর মেডিক্যালে নিলেও ততক্ষণে তার মৃত্যু হয়। প্রায় একই ঘটনা ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে। করোনা সন্দেহে এক কৃষককে ওই স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি না করায় হাসপাতাল চত্বরে কাতরাতে কাতরাতে তিনি মারা যান।

নিজস্ব প্রতিবেদক জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের। মোট আক্রান্ত হয়েছে ৪৮২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১৬ জন। দেশব্যাপী ৯৫৪টি নমুনা পরীক্ষা করে গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি গতকাল অনলাইনে কোভিড-১৯ বিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য জানান। অনলাইন ব্রিফিংয়ের সমন্বয় করেন এবং সার্বিক পরিস্থিতি উল্লেখ করে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আক্রান্তদের মধ্যে ঢাকার মিরপুর, বাসাবো ও নারায়ণগঞ্জের লোকজন বেশি। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, দেশব্যাপী ছুটি ঘোষণা করা হয়েছে মানুষ যেন ঘরে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে, প্রচুর মানুষ রাস্তায়। সকালে বাজারে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, ইউরোপ-আমেরিকার দিকে তাকান, দেখুন সেখানে কত আক্রান্ত হয়েছে। কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দয়া করে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত একটু কষ্ট করে ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিজে বাঁচুন, পরিবারের সদস্যদের বাঁচান। বেশি করে টেস্ট করুন। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

অধ্যাপক সেব্রিনা ফ্লোরা যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের অবস্থান সম্পর্কে বলেন, দুইজন ঢাকার বাইরের এবং একজন ঢাকার বাসিন্দা। তাদের দু’জন পুরুষ এবং অপরজন মহিলা। মৃতদের বয়স যথাক্রমে ৮০, ৭৪ ও ৫৫ বছর। যে ৫৮ জন আক্রান্ত হয়েছেন এর মধ্যে ৪৮ জন পুরুষ ও ১০ জন মহিলা। ৫৮ জন আক্রান্তের মধ্যে ঢাকার ৪৪ জন এবং আটজন নারায়ণগঞ্জের।

গত শুক্রবার বাংলাদেশে সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছিল, আক্রান্ত হয়েছিল ৯৪ জন। গতকাল নতুন করে সুস্থ হয়েছেন তিনজন। বাংলাদেশে এ পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ২৪ ঘণ্টার মধ্যে পর পর দুইবার ভাইরাস পরীক্ষার পর তাদের নমুনায় নেগেটিভ এসেছে।

এ দিকে কোভিড-১৯ নামে চিকিৎসকদের নতুন একটি সংগঠনের পরিচয় করিয়ে দেন অধ্যাপক আবুল কালাম আজাদ। এই সংগঠনের সমন্বয়ক মেডিসিনের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা: আব্দুল জলিল চৌধুরী। তিনি সর্বশেষ বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এ সংগঠনের সাধারণ সম্পাদক ডা: সাইফুল্লাহ। তারা কোভিড-১৯ রোগীদের চিকিৎসা, হাসপাতালে ভর্তি, আইসিইউ চিকিৎসা অন্যান্য চিকিৎসায় সহায়তা করবেন। এই মেডিক্যাল টিমে সব বিভাগের চিকিৎসকেরা থাকবেন।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন করোনায় আক্রান্ত
নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা: মুহাম্মদ ইমতিয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। গত শনিবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ জানানো হয়। তিনি জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব। যদিও রিপোর্ট আসার আগে থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। এর মধ্যে অসুস্থতা বোধ করলে দুই দিন আগে নমুনা পরীক্ষা করা হয়। শনিবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে পজিটিভ পাওয়া গেছে। তিনি আইসোলেশনে রয়েছেন। তবে তিনি সুস্থ আছেন। এর আগে জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা পরিষদের স্বাস্থ্য কর্মকর্তা ডা: জায়েদুল ইসলামও করোনায় আক্রান্ত হন। তিনিও আইসোলেশনে রয়েছেন।

এ দিকে করোনাক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়ে নার্স, ওয়ার্ড বয় ও অ্যাম্বুলেন্সচালক করোনায় আক্রান্ত হওয়ায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল গত সোমবার রাত থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। কয়েক দিন টানা জীবাণুমুক্ত করার পর শনিবার সকাল থেকে আবারো শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা। সকাল থেকেই হাসপাতালে রোগীদের উপস্থিতি থাকলেও সংখ্যায় ছিল অনেক কম।

ফরিদপুরে দীর্ঘ সময় রাস্তায় পড়ে থেকে মৃত্যু, এগিয়ে আসেনি কেউ
ফরিদপুর সংবাদদাতা জানান, ফরিদপুরের জ্বরে আক্রান্ত হয়ে রাস্তার ধারে সারাটি দিন কাতরানোর পরেও করোনা সন্দেহে তার সাহায্যে এগিয়ে আসেনি কেউ। খবর পেয়ে প্রশাসনের লোকেরা দীর্ঘসময় পর তাকে উদ্ধার করে রাতে ফরিদপুর মেডিক্যালে পাঠায়। তবে তার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলায়। আর মৃত ওই ব্যক্তির নাম আবদুস সামাদ মণ্ডল (৪৮)। তার বাড়ি যশোরের খাজুরা এলাকায়। মধুখালী উপজেলার কামারখালী বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, আবদুস সামাদ মণ্ডল কামারখালীতে এসেছিলেন দিনমজুরের কাজ করতেন। জ্বরে আক্রান্ত হওয়ায় তিনি একটি ভ্যানযোগে হাসপাতালে যাচ্ছিলেন। তবে পথিমধ্যে ফরিদপুর-খুলনা মহাসড়কের মাঝিবাড়িতে একটি জুট মিলের সামনে তাকে রাস্তার পাশে একটি গর্তের ধারে ফেলে রেখে যায় ওই ভ্যানচালক। এভাবে সারা দিন ওই গর্তের ধারেই পড়ে ছিলেন মুমূর্ষু আবদুস সামাদ। ওই পথ দিয়ে অনেকেই যাতায়াত করলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি করোনা আক্রান্ত সন্দেহে। খবর পেয়ে সন্ধ্যার দিকে সেখান যান মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ।

খুলনায় ছয় মাসের শিশুর মৃত্যু
খুলনা ব্যুরো জানায়, খুলনায় করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে ছয়মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১টায় তার মৃত্যু হয়। তার বাড়ি নগরীর খালিশপুর ক্রিসেন্ট গেট এলাকায়। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। খুমেক হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার বেলা ৩টায় শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকেল ৫টায় তাকে আইসোলেশন ইউনিটে নেয়া হয়। সেখানে রাতেই শিশুটির মৃত্যু হয়। লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া শিশুটির পরিবারের সদস্যদের কাউন্সেলিং করে লাশ হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুইজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শনিবার করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায়, অন্যজন নবীনগর উপজেলায়। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেস চিকিৎসা নিতে আসা আনুমানিক ৮০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। তার বাড়ি উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে ওই বৃদ্ধা শনিবার দুপুর ১২টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

অপর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী গ্রামের নিজ বাসায় শনিবার সকাল ৭টায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নমুনা সংগ্রহ করেছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ। মৃতের স্বামী জানান, গত ৩১ মার্চ প্রচণ্ড জ্বর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যান তার স্ত্রী। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। কিন্তু তার স্ত্রী ঢাকা যেতে না চাওয়ায় বাড়িতেই তার চিকিৎসা চলতে থাকে।

গাজীপুরের শ্রীপুরে একজনের মৃত্যু, নমুনা সংগ্রহ
গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে সাত থেকে আট দিন পর্যন্ত জ্বর নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে। গত শুক্রবার রাতে ৪৫ বছরের ওই ব্যক্তি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গতকাল তিনি মারা যান। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে।

এ দিকে গাজীপুরে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজন শুক্রবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তারা গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার বাসিন্দা।

পতœীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে গহবধূর মৃত্যু
নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁর পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে গতকাল শনিবার সকাল ৮টায় শাহীন আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাটিন্দর ইউনিয়নের বাজকোলা গ্রামের মোক্তাদিরের স্ত্রী। তিনি দুই দিন আগে ঢাকার আশুলিয়া থেকে স্বামীর বাড়ি আসেন। লাশ থেকে নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ।

বাগেরহাটে একই পরিবারের ৫ জনকে আইসোলেশনে ভর্তি
বাগেরহাট সংবাদদাতা জানান, লকডাউনের পর রাজধানী ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে বাগেরহাটে আসা একই পরিবারের পাঁচজনসহ ছয়জনকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। তারা হলেনÑ বাবুল খান, রেজাউল খান, মনজিল বেগম, তানজিলা বেগম ও শিশু তামিম। অপরজন বসন্ত পাল। তাদের প্রত্যেকের শরীরে উচ্চমাত্রার জ্বরসহ করোনার উপসর্গ রয়েছে। তাদের সবার শরীর থেকে নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছে।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, করোনা রোগী শনাক্ত হওয়ায় মুন্সীগঞ্জের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল পর্যন্ত মুন্সীগঞ্জে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের একজন গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) এবং আরেকজন একটি গ্রামের বাসিন্দা। স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো সংক্রমিত হওয়ায় জরুরি বিভাগ বন্ধ করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন।

পরশুরামে মাদরাসা ছাত্রের মৃত্যু
ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর পরশুরামে গতকাল বেলা ১১টায় শ^াসকষ্টে আমান উল্লাহ (১৭) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে দক্ষিণ কোলাপাড়া গ্রামের প্রবাসী আবদুস সাত্তারের ছেলে। আগে থেকে তার শ্বাসকষ্ট ছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

শিবালয়ে পুলিশ সদস্য আক্রান্ত
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, শিবালয়ে ছুটিতে বাড়ি আসা এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হলেনÑ উথলী ইউনিয়ানের বীরবাশাইল গ্রামের আদম আলী শেখের ছেলে মহিউদ্দিন (৪৫)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর থানায় কর্মরত। সর্দি-কাশি নিয়ে গত ৬ এপ্রিল তিনি কর্মস্থল থেকে বাড়ি ফিরেন। বর্তমানে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় উথলী ইউনিয়নের তিনটি ওয়ার্ডের আটটি গ্রাম লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আমতলীতে মৃত আ’লীগ নেতার পরিবারসহ ২৫ জনের নমুনা সংগ্রহ
আমতলী (বরগুনা) সংবাদদাতা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম দেলওয়ার হোসেনের পরিবারের সদস্যসহ তার কাছে থাকা ২৫ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া তাকে চিকিৎসা দেয়া তিন চিকিৎসকসহ চারজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।

রাজবাড়ী জেলা লকডাউন ঘোষণা
রাজবাড়ী সংবাদদাতা জানান, রাজবাড়ীতে পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা। রাজবাড়ী সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম জানান, আক্রান্ত পাঁচ ব্যাক্তিকেই রাজবাড়ী সদর হাসাপাতালের আইসোলেশন ওযার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সবাই রাজবাড়ী সদরের হওয়ায় গতকাল শনিবার থেকে পুরো রাজবাড়ী জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রাজশাহী ল্যাবে ৩০৭ জনের নমুনা পরীক্ষা
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা পরীক্ষাগারে গত ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত মোট ৩০৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এ পর্যন্ত রাজশাহী বিভাগের কোনো ব্যক্তির করোনা শনাক্ত হয়নি। সবার রিপোর্টই নেগেটিভ এসেছে। গতকাল শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে রামেক হাসপাতালের করোনা চিকিৎসক টিমের প্রধান ডা: আজিজুল হক আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১ এপ্রিল রামেকে করোনা ল্যাব (পরীক্ষাগার) চালু করা হয়। এরপর ৩০৭ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা হয়। এর মধ্যে বগুড়ার এক ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। এর বাইরে রাজশাহী বিভাগে কোনো পজিটিভ রোগী মেলেনি। শনিবারও ল্যাবে নতুন ১১৩ জনের নমুনা এসেছে। এর মধ্যে ৯৪ জনের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। বাকি নমুনাগুলো রোববার পরীক্ষা করা হবে।

পূর্ণ লকডাউনের দিকে খুলনা
খুলনা ব্যুরো জানায়, খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ডাক্তারদের জন্য গত শুক্রবার রাত ১০টায় জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে আরো ৫০০ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এসেছে ঢাকা থেকে। এ নিয়ে খুমেক হাসপাতালে পিপিইর সংখ্যা হয়েছে চার হাজার ২০০। অন্য দিকে খুলনার জেলা প্রশাসন আস্তে আস্তে পূর্ণ লকডাউনের দিতে অগ্রসর হচ্ছে। গতকাল শনিবার থেকে জনসাধারণের অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

সিলেট জেলা লকডাউন
সিলেট ব্যুরো জানায়, করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সিলেট জেলা অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। কোভিড-১৯ প্রতিরোধে গঠিত জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিকেলে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয়, আঞ্চলিক সড়ক, মহাসড়ক কিংবা নৌপথে অন্য কোনো জেলা থেকে সিলেট জেলায় প্রবেশ কিংবা এ জেলায় থেকে অন্য কোথাও যাওয়া যাবে না। এ ছাড়াও জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রূপগঞ্জে বৃদ্ধের মৃত্যু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জলিল প্রধান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর ৫টার দিকে রূপসী প্রধান বাড়ি এলাকায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। জলিল প্রধান ওই এলাকার মৃত কুদরত আলীর ছেলে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি দল সেখানে যায়। তবে স্বাস্থ্যকর্মীরা যাওয়ার আগেই ওই বৃদ্ধের দাফন সম্পন্ন হয়। পরে তারা ওই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেন। আজ ওই বৃদ্ধের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

ঝুঁকি নিয়ে নৌপথে বাড়ি যাচ্ছে মানুষ
মানিকগঞ্জ সংবাদদাতা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধে সড়ক-মহাসড়কে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নজরদারির কারণে বেড়েছে নৌপথের ব্যবহার। ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়তই ইঞ্জিনচালিত নৌকায় মানুষ চলাচল করছে। এদের বেশির ভাগই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের বাসিন্দা। নির্দেশনা না মেনে নদীপথে যাত্রী পরিবহন করায় গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জে একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে জেলা প্রশাসন। নৌকাটি একটি ইটভাটার ৭০ জন শ্রমিককে নিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে পাবনার কাজিরহাট যাচ্ছিল।

এসআই আক্রান্ত, ভৈরব থানার সবাই কোয়ারেন্টিনে
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা ওই থানার ওসিসহ ৬৪ পুলিশ সদস্য এবং পাঁচজন চিকিৎসককে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। জেলা পুলিশ লাইন থেকে ৩৫ জন পুলিশ সদস্যকে সেখানে দায়িত্ব পালন করতে দেয়া হয়েছে। আক্রান্ত ওই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসারসহ অপর চার চিকিৎসককেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

আক্রান্ত কনস্টেবল, মুকসুদপুর থানার সব পুলিশ কোয়ারেন্টাইনে
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থানার এক পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে ওই থানায় কর্মরত ৬৬ জন পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ওই থানার ওসি ও সেকেন্ড অফিসার নিজের বাসায় হোম কোয়ারেন্টিনে থাকছেন। এ ছাড়া ২৮ জন এসআই ও এএসআই এবং ৩৭ জন কনস্টেবল সরকারি মুকসুদপুর ডিগ্রি কলেজে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। কোয়ারেন্টাইনের বিষয়টি তদারকি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান। মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমান জানান, থানায় কর্মরত এক কনস্টেবল গত ১ এপ্রিল সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হন। গত ৬ এপ্রিল ছুটি নিয়ে তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিজ বাড়িতে যান। মানিকগঞ্জ স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠায়। শুক্রবার সন্ধ্যায় ওই কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়। শুক্রবার রাত থেকেই মুকসুদপুর থানায় কর্মরত ৬৬ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

মোহনগঞ্জে চিকিৎসা না পেয়ে হাসপাতাল চত্বরে কৃষকের মৃত্যু
নেত্রকোনা সংবাদদাতা জানান, নেত্রকোনার মোহনগঞ্জে করোনা সন্দেহে নরোত্তম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষক শনিবার সকালে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কর্তব্যরত চিকিৎসকরা করোনা সন্দেহে ভর্তি না করায় তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পড়ে কাতরাতে থাকেন। দুপুর সাড়ে ১২টার সময় সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। তার বাড়ি উপজেলার মল্লিকপুর গ্রামে। তিনি কয়েক দিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে চলে আসেন। সংবাদ পেয়ে সন্ধ্যায় তার স্বজনরা গ্রামের বাড়িতে লাশ নিয়ে যান।

গাজীপুর জেলা লকডাউন
গাজীপুর সংবাদদাতা জানান গাজীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও জরুরি সুরক্ষার প্রয়োজনে শনিবার গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এই ঘোষণা দেন। তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ১১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজীপুর জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ঘোষণা করা হলো। তিনি আরো বলেন, জাতীয় মহাসড়ক ছাড়া উপজেলার যেকোনো সীমানা দিয়ে এ জেলায় প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নৌপথেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন এবং দিনরাতে জনসাধারনের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ, সংগ্রহ, উৎপাদন ও পরিবহন ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে। জনস্বার্থে এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা সংবাদদাতা জানান, কুমিল্লায় এক কুস্তিগীরসহ আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হচ্ছেন বুড়িচংয়ের জিয়াপুর গ্রামের আক্রান্ত দুই শিশুর ফফু, দেবিদ্বারের নবীয়াবাদ গ্রামের এক ব্যবসায়ী ও তিতাস উপজেলার মৌটুপি গ্রামের এক কুস্তিগীর। দেবিদ্বারের নবীয়াবাদের ব্যক্তি শনিবার নারায়ণগঞ্জে মারা গেছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: নিয়াতুজ্জামান। এনিয়ে কুমিল্লার ছয়জন আক্রান্ত হয়েছেন।

ঝালকাঠি সংবাদদাতা জানান, ঝালকাঠিতে ছয়মাসের শিশুসহ একই পরিবারের তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তরা ছয় মাসের একটি শিশু ছেলে সন্তানসহ আরেক শিশু ও একজন পুরুষ। তারা একই পরিবারের সদস্য। ঝালকাঠির সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

রংপুর অফিস জানায়, সপ্তম দফায় রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে ৫৫টি নমুনা পরীক্ষা করে ছয়টিতে করনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সাত দিনে এই ল্যাবে করা ৪১৫টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে নয়জনের করোনা পজেটিভ। রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: এ কে এম নূর-উন-নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন। ছয়জনের মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুইজন, পীরগঞ্জে একজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নীলফামারী ডিমলা ও লালমনিরহাট সদরের একজন করোনা সনাক্ত হয়েছে। তাদের একজনের বয়স ৫৭ বছর। আর বাকি পাঁচজনের ১৭ থেকে ৩১ বছরের মধ্যে। তাদের মধ্যে ওই বৃদ্ধ ছাড়া বাকি পাঁচজন ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত।

নেত্রকোনা সংবাদদাতা জানান, নেত্রকোনায় অবশেষে করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। জেলা প্রশাসক মঈনউল ইসলাম শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা: তাজুল ইসলাম খানের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত দুইজনের একজন ঢাকা থেকে ফেরত আসা শ্রমিক অপরজন খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স।

নোয়াখালী সংবাদদাতা জানান, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইতালি প্রবাসী মৃত মোরশেদ আলমের (৪৫) নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই প্রবাসীকে চিকিৎসা দেয়া নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। লকডাউন করা হয়েছে সোনাপুর ইউনিয়নকে।

শরীয়তপুর সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বাইরের জেলা থেকে বিভিন্নভাবে লোকজন শরীয়তপুরে আসতে শুরু করায় স্থানীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যে কারণে জেলা স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী সংক্রমিত জেলা থেকে আসা লোকদের খুঁজে বের করে ১৫৫ জনের হোমকোয়ারেন্টিন নিশ্চিত করেছে।

শেরপুর সংবাদদাতা জানান, শেরপুরে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিনি ঝিনাইগাতী উপজেলার মানিকুড়া গ্রামের মো. বোরহান উদ্দিন (৩৬)। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলেন পাঁচজন। এ ঘটনায় করোনা আক্রান্ত রোগীর আশপাশের ১২টি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তের বাড়ি ও সংস্পর্শে আসা লোকদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

হবিগঞ্জ সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণার পর সেখান থেকে পালিয়ে হবিগঞ্জে আসা একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন অফিস থেকে আক্রান্ত ব্যক্তির নাম ঠিকানা বলা হয়নি। তবে তিনি হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

https://www.dailynayadiganta.com/first-page/495177