১১ এপ্রিল ২০২০, শনিবার, ২:০৬

ইউরোপের ১২৪ নাগরিক চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়লেন

ইউরোপের ১৫টি দেশের ১২৪ জন নাগরিক গতকাল দুপুরে চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। ফ্লাইটটিতে ইইউভুক্ত দেশগুলোর ১১০ জন এবং পূর্ব ইউরোপের দেশ ইউক্রনের ১৪ জন নাগরিক ছিলেন। জার্মান দূতাবাস ফ্লাইটটির আয়োজন করেছে। দূতাবাসকে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন।

যাত্রীদের বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোলজ, ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্ক, বিভিন্ন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জার্মান রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন, যাত্রীদের অধিকাংশই বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে জড়িত ছিলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের ঘোষিত দীর্ঘ ছুটির কারণে তারা নিজ দেশে ফিরে যাচ্ছেন। সরকারি ছুটি শেষ হলে উন্নয়ন প্রকল্পের কাজে জড়িতরা আবারো ফিরে আসবেন। যাত্রীদের কেউ কেউ তাদের পরিবারের সাথে দেখা করতে বা ব্যবসার কাজে ঢাকা এসেছিলেন। যাত্রীদের মধ্যে বাংলাদেশী বংশোদ্ভূত জার্মান নাগরিকরাও রয়েছেন।

রাষ্ট্রদূত ফাহরেনহোলজ টুইট বার্তায় লিখেছেন, জার্মানিসহ ইউরোপের ১৫টি দেশের নাগরিক জার্মান সরকারের ভাড়া করা ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন। তবে আমি ঢাকা থাকছি। জার্মান দূতাবাস টিম এবং ইইউ ডেলিগেশন কার্যালয়ের টিম যৌথভাবে ফ্লাইট ব্যবস্থাপনায় যুক্ত ছিল। বাংলাদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ফ্লাইটটি আয়োজনে বেশ সহযোগিতা করেছে। এ জন্য আমি কৃতজ্ঞ।

ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্ক টুইট বার্তায় লিখেছেন, ইইউ ডেলিগেশন জার্মান দূতাবাসের প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করছে। আমাদের ১১০ জন নাগরিক ঢাকা ছেড়ে যাচ্ছেন। চার্টার্ড ফ্লাইটটি পরিচালনা এবং অন্য কাজে সহযোগিতার জন্য এয়ারপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অথরিটির প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

চার্টার্ড ফ্লাইটটি ব্যাংকক থেকে ঢাকা এসে ফ্রাঙ্কফুট গেছে। ব্যাংকক থেকে আসা যাত্রীদের এয়ারক্রাফট থেকে নামতে দেয়া হয়নি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মালয়েশিয়া ও ভুটানের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন।

https://www.dailynayadiganta.com/first-page/494964