১৮ মার্চ ২০২০, বুধবার, ১২:০২

১৬২ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা

অদৃশ্য শত্রু রুখতে মরিয়া বিশ্ব

কলকাতায় প্রথম করোনা আক্রান্ত রোগী

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে গোটা বিশ্বের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজার ৫২৯ জন।

আক্রান্ত হয়েছে এক লাখ ৮২ হাজার ৫৫০ জনের বেশি। ২৪ ঘণ্টায় ইরানে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। ‘অদৃশ্য শত্রু’ করোনার হাত থেকে বাঁচতে দেশে দেশে জরুরি অবস্থা, এমনকি কোথাও কোথাও কার্ফ্যু জারি করা হয়েছে। বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ করে দিচ্ছে এবং স্বেচ্ছা অন্তরীণ হচ্ছে। করোনা আক্রান্ত বেশ কিছু শহর ও এলাকা কোয়ারেন্টিন করা হয়েছে।

বাতিল করা হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট। বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট। দক্ষিণ-পূর্ব এশিয়ায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট রাজ্যে কারফিউ ঘোষণা করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। সব দেশকে ‘সন্দেহভাজনদের পরীক্ষা’ করতে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর বিবিসি, রয়টার্স, এনডিটিভি, আনন্দবাজার, এপি, সিএনএন ও আল জাজিরার।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী- বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট সাত হাজার ৫২৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৪ হাজার ৯৭৬।

চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৯ হাজার ৮৮১ জন। উৎপত্তিস্থল চীনে সরকারি হিসাবে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১।

এর মধ্যে তিন হাজার ২২৬ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৬৮ হাজার ৬৮৮ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০।

এর মধ্যে দুই হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে দুই হাজার ৭৪৯ জন। ২৪ ঘণ্টায় ইরানে আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় উপরের সারিতে থাকা অন্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, স্পেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের নাম উল্লেখযোগ্য। মঙ্গলবার ভারত ও পাকিস্তানে একজন করে মারা গেছে। ভারতে মোট তিনজন মারা গেছে ।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় জরুরি পদক্ষেপের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার : করোনাভাইরাস মোকাবেলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে জরুরি পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক ডা. পুনম ক্ষেত্রপাল সিং এই তাগিদ দেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে আটটিতে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডে ১১৭ জন, ইন্দোনেশিয়ায় ১৩৪, শ্রীলঙ্কায় ১৯, মালদ্বীপে, ১৩, বাংলাদেশে ১০ এবং নেপাল ও ভুটানে একজন করে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। ইংল্যান্ড ফেরত তরুণের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৭ জনে? তবে ওই তরুণের শরীরে ছিল না জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা শ্বাসকষ্টের মতো করোনা সংক্রমণের বাকি উপসর্গগুলো?

রাজ্যের উচ্চপদস্থ আমলার ছেলে রাজ্যের প্রথম করোনা আক্রান্ত রোগী?বেলেঘাটা আইডিতে স্পেশাল কোয়ারেন্টিনে রাখা হয়েছে? তরুণের সংস্পর্শে আসায় তার মা-বাবা ও গাড়ির চালককেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে? চিকিৎসকরা জানান, করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায় রয়েছে ওই তরুণ। তিনি বলেন, শরীরে সাধারণভাবে করোনার উপসর্গ বলতে আমরা যা জানি, সেরকম কিছুই ছিল না? তাই তার থুতু পরীক্ষার রিপোর্টে কোভিড ১৯ পজিটিভ আসায় তারা বিস্মিত হয়েছেন।

এক দিনে ইরানে ১৩৫ জনের মৃত্যু : করোনা সংক্রমণে ইরানে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮৮ জনে। উৎপত্তিস্থল চীন ও ইউরোপের দেশ ইতালির পর করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হল ইরানে।

দেশটিতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬৯। গত এক দিনে নতুন করে ইরানে এক হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সব মিলিয়ে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৮৯ জন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানাউশ জাহানপুর বলেন, ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে করোনার বিস্তার ঠেকানো ছাড়াও কারাগারগুলোতে সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় দেশের কারাগারগুলোর ৮৫ হাজার বন্দিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দিয়েছে ইরান।

সৌদি আরবে মসজিদে নামাজ স্থগিত : করোনাভাইরাস মোকাবেলায় মক্কা ও মদিনার দুটি বড় মসজিদ ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করেছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলার্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে বৈঠকের পর মসজিদগুলোতে নামাজে স্থগিতাদেশের সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

দেশটির ইসলাম ধর্মবিষয়কমন্ত্রী আবদুল্লাতিফ বিন আবদুলআজিজ আল-শেখ আল জানান, ‘মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে মসজিদগুলোতে নামাজে স্থগিতাদেশের সিদ্ধান্ত জারি করা হয়েছে।’ দেশটিতে এ পর্যন্ত ১৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইউরোপ আরও কঠোর হচ্ছে : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে জার্মানি, ফ্রান্স ও স্পেন। জার্মানিতে ক্লাব, বার, অবকাশ কেন্দ্র, চিড়িয়াখানা, খেলার মাঠ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। নির্দিষ্ট সময়ে রেস্টুরেন্ট খোলা রাখা গেলেও টেবিলগুলোর মাঝে ন্যূনতম দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবাই যত তাড়াতাড়ি এসব নিয়ম মেনে চলবে, তত তাড়াতাড়ি আমরা এই ধাপের সংকট কাটিয়ে উঠতে পারব। স্পেন সরকারও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটি তাদের স্থলসীমান্তও বন্ধ করে দিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেছেন, ভাইরাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক ও বিস্তৃত হবে। তিনি বলেন, করোনাভাইরাসের পর কোনো কিছুই আগের মতো থাকবে না, আমাদের বসতে হবে এবং বাণিজ্য ও মুক্ত বাজারের নিয়মগুলো নতুন করে লিখতে হবে।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে ‘যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘উই আর অ্যাট ওয়্যার।’ একইসঙ্গে তিনি ফ্রান্সে পুরোপুরি লকডাউন ঘোষণা করেন। সবাইকে ঘরে অবস্থান করার নির্দেশ দেন। যদি অনলাইনে ফরম পূরণ না করে কেউ ঘরের বাইরে যান তাহলে তাকে জরিমানা করা হবে। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ইমানুয়েল বলেন, আগামী ১৫ দিন ফ্রান্সে চলাচলে কঠোর নিষেধাজ্ঞা থাকবে।

স্পেন ও ইতালির পরে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশটির সঙ্গে ফ্রান্সের সীমানায় নজরদারি চালানো হবে। যারা সুইস নাগরিক তারা শুধু যাতায়াতের অনুমতি পাবেন অথবা যারা এ দেশের বাসিন্দা তারা এ সুবিধা পাবেন।

পণ্যবাহী গাড়ি আসতে দেয়া হচ্ছে তবে ছোট চেকপোস্টগুলো বন্ধ রেখে বড়ে চেকপোস্ট দিয়ে বেশিরভাগ গাড়ি যেতে দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিজ দেশের নাগরিকদের বিশ্বের যে কোনো স্থানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করতে ভ্রমণ নির্দেশিকা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। বৈশ্বিক মহামারী করোনার বিস্তার ঠেকানোর লড়াইয়ের অংশ হিসেবে মঙ্গলবার দেশটির সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ সব দেশকে একটি বার্তা : করোনাভাইরাস মহামারীর প্রকোপ কমিয়ে আনতে সন্দেহভাজন রোগীদের পরীক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে সংকট কাটাতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সুইজারল্যান্ডের জেনেভায় গত সোমবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আনানম গেব্রেয়াসুস। তিনি বলেন, ‘সব দেশের প্রতি আমাদের খুব সাধারণ একটি বার্তা হল- পরীক্ষা, পরীক্ষা ও পরীক্ষা।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাস মোকাবেলায় নেতৃত্ব দেয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সংস্থার কারও মধ্যে এই প্রথম করোনাভাইরাস আক্রান্ত হলেন। এর আগে জেনেভার জাতিসংঘ কার্যালয়ে একজন ও বিশ্ব বাণিজ্য সংস্থার একজনের করোনা শনাক্ত হয়।

ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার সাংবাদিকদের বলেন, কর্মীরা অফিস থেকে বাড়ি ফেরার পর করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়। পরে তাদের মেডিকেল পরীক্ষার পর ভাইরাস শনাক্ত হয়।

করোনাকে ‘চাইনিজ ভাইরাস’ নাম দিলেন ট্রাম্প : মহামারী করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টুইটে তিনি এ মন্তব্য করেন। এতে ট্রাম্প লিখেছেন, চাইনিজ ভাইরাসে ক্ষতিগ্রস্ত এয়ারলাইন এবং অন্য সব শিল্প খাতকে বিপুল সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি। এতে মারা গেছেন ৯৩ জন। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া দেশটির নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট রাজ্যে মঙ্গলবার কার্ফ্যু ঘোষণা করা হয়েছে।

দুই বিদেশিকে ফেরত দিল বাংলাদেশ : করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে দুই বিদেশিকে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়নি। বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১টার দিকে যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্টের দুই নাগরিক কাতার এয়ারওয়েজে বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ-উল-আহসান বলেন, ভিসা না থাকায় ফিরতি বিমানেই তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছি।

https://www.jugantor.com/todays-paper/first-page/290194/