কুমিল্লা সদর উপজেলার বালুতুপা মোড়ে বিক্ষুব্ধদের দেয়া আগুনে পুড়ছে পুলিশের মাইক্রোবাস
১১ মার্চ ২০১৭, শনিবার, ৭:৪৪

কুমিল্লায় পুলিশের ধাওয়ায় ‘দুর্ঘটনায়’ যুবক নিহত

পুলিশের গাড়িতে আগুন * জনতার হামলায় আহত ৩ পুলিশ

কুমিল্লায় পুলিশের ধাওয়া খেয়ে ‘দুর্ঘটনায়’ মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা তিন পুলিশকে মারধর করে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসে আগুন দেয়। শুক্রবার সকালে আদর্শ সদর উপজেলার বালুতুপা বাজার সংলগ্ন চাঁপাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের দাবি, ‘মাদক ব্যবসায়ী’ মনে করে মোটরসাইকেল আরোহী তিন যুবককে ধাওয়া করা হয়। এ সময় দুর্ঘটনায় রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, শুক্রবার ভোরে সদর দক্ষিণ মডেল থানার এএসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সীমান্তের কানেস্তলা-বালুতুপা সড়কে মোটরসাইকেল আরোহী তিন যুবককে ধাওয়া করে। আদর্শ সদর উপজেলার বালুতুপা চাঁপাপুর এতিমখানা মোড় এলাকায় পৌঁছলে পুলিশকে বহনকারী মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিন যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান রাসেল। বাকি দুই যুবক পালিয়ে যায়। এ সময় পুলিশের গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়।

স্থানীয়রা জানান, পুলিশ সদস্যরা নিহত রাসেলের লাশ ঘটনাস্থল থেকে অন্তত ২শ’ গজ দূরে ধানক্ষেতের মধ্যে নিয়ে ‘গুম’ করতে চেয়েছিল। এ সময় আশপাশের লোকজন দৌড়ে এলে পুলিশ তাদের দূরে সরে যেতে বলে। পরে বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের ঘেরাও করে। তবে কৌশলে চলে যেতে সক্ষম হন এএসআই জহির। এ সময় উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় এবং কনস্টেবল খোরশেদ আলম, মিজানুর রহমান ও কামাল উদ্দিনকে মারধর শুরু করে। পরে কোতোয়ালি মডেল থানা ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ৩ কনস্টেবলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মোটরসাইকেল আরোহী রাসেলের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। রাসেল নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর গ্রামের (মনাগাজী ব্যাপারী বাড়ি) মৃত সফিউল্লার ছেলে।

এ ঘটনায় পুলিশ মাইক্রোবাসের চালক সদর দক্ষিণ উপজেলার দৈয়ারা গ্রামের সুলতান আহাম্মেদের ছেলে আবুল বাশারকে আটক করেছে। বিকালে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের দুর্ঘটনায় ওই যুবক নিহত হয়েছে। পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন শেষে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

http://www.jugantor.com/first-page/2017/03/11/107890