৬ মার্চ ২০১৭, সোমবার, ৭:৫৪

থামছে না মৃত্যুর মিছিল

সড়কে ২৪ দিনে প্রাণ গেল ২৩৮ জনের

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১ জেলায় নিহত ১৫

দীর্ঘ হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে ঝরে যাচ্ছে হাজারও প্রাণ। মৃত্যু থেকে বাদ পড়ছে না কোমলমতি শিশুও। এসব দুর্ঘটনায় অনেকে পঙ্গু হয়ে যাচ্ছেন। পঙ্গু-আহতদের কান্নায় ভারি হচ্ছে হাসপাতালের পরিবেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। সর্বশেষ ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা থেকে রোববার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টার এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে চুয়াডাঙ্গায় তিনজন, কেশবপুরে দু’জন, বগুড়ায় দু’জন এবং গাজীপুরের কালীগঞ্জ, রাজশাহীর বাঘা, কুমিল্লার তিতাস, পাবনার ইশ্বরদী, জয়পুরহাট, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের তারাকান্দা ও টাঙ্গাইলের সখীপুরে একজন করে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত ২৪ দিনে সড়কে ২৩৮ জনের প্রাণ অকালে ঝরে গেছে। অর্থাৎ দৈনিক গড়ে প্রায় ১০ জন প্রাণ হারাচ্ছেন। সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না।

বিশেষজ্ঞরা জানান, চালকদের বেপরোয়া গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। উল্লিখিত দুর্ঘটনাগুলোর ক্ষেত্রেও সেটা লক্ষ্য করা গেছে। চালকদের বড় অংশই অদক্ষ, অপ্রশিক্ষিত, লাইসেন্সবিহীন, প্রতিযোগিতা প্রবণ এবং ট্রাফিক আইন না মানায় সড়কে প্রতিদিন এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

এ ক্ষেত্রে করণীয় জানতে চাইলে বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এবং স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, দুর্ঘটনার জন্য চালক, নাকি পথচারী, নাকি নসিমন-করিমন, ভটভটির মতো ছোট গাড়ি দায়ী তা বের করতে হবে। দুর্ঘটনা ঘটলে শুধু চালককে দায়ী করে সাজা দিলেই দুর্ঘটনা কমবে না।
২৪ ঘণ্টায় ১১ জেলায় ১৫ জন নিহত : সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। বিস্তারিত ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরে-

চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলা শহরের কাছাকাছি ব্লবিল গোরস্তানের কাছে রোববার সকাল সোয়া ৭টার দিকে যাত্রীবাহী আলমসাধুকে (ডিজেলচালিত তিন চাকার যান) চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন নামে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মনিরুল ইসলাম ও জসিম উদ্দিন নামের দু’জন মারা যান। পরে রাজশাহী নিয়ে যাওয়ার পথে মারা যান কলেজছাত্র রিমন হোসেন।

কেশবপুর : একই দিন বিকাল ৪টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর তেইশ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। তারা হলেন- আবুল হাসান শেখ ও সাদ্দাম গাজী। দু’জনের বাড়ি খুলানার ডুমুরিয়া উপজেলা চাকুন্দিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ট-১১-৮১১৫ নম্বরের একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী মারা যান।

বগুড়া : পৃথক সড়ক দুর্ঘটনায় বগুড়ার শাজাহানপুর ও নন্দীগ্রামে দু’জন নিহত হয়েছেন। এর মধ্যে রোববার বিকালে মাঝিড়া বাইপাস এলাকায় যাত্রীবাহী কোচ চাপায় আবদুল হান্নান (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। একই দিন দুপুরে নন্দীগ্রামের রুপিহার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক আফসার আলী (২৯) মারা গেছেন।

কালীগঞ্জ : গাজীপুর কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা নামক স্থানে সকাল ১০টার দিকে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন মোটরসাইকেল আরোহী আনোয়ারুল ইসলাম। তিনি জেবিএল ফার্মাসিউটিক্যাল কোম্পানির এসআর বলে জানা গেছে। তিনি নীলফামারীর বারবী গ্রামের আমিনুর রহমানের ছেলে।

ঈশ্বরদী : শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী শহর থেকে ৪ কিলোমিটার দূরে দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে একটি লেগুনাকে ধাক্কা দেয় ভটভটি। এতে এক লেগুনা যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহত রুমা খাতুন ইপিজেডের ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক। আহত সালমা খাতুন, রুনা খাতুন ও সেলিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি : কুমিল্লার তিতাসের গৌরীপুর-হোমনা সড়কে দুর্ঘটনায় শাহাদাত হোসেন (৮) নামে একস্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার গাজীপুর গ্রামের শাহবুদ্দিনের ছেলে। পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। এরা হলেন- সাগরফেনা গ্রামের সাদির মিয়া ও হোমনা জয়পুর গ্রামের রোশনা বেগম।

সখীপুর : রোববার ভোরে ভাতকুড়া মোড় এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী জোনাব আলী (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী মারা গেছেন। তিনি উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

জয়পুরহাট : একইদিন দুপুরে জয়পুরহাট পৌর এলাকার তেঘর-দেবীপুর রেলগেট এলাকার সাগরপাড়া রেলবস্তির কাছে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আরমান (১৭) নিহত হয়েছেন। আরমান জয়পুরহাট পৌর এলাকার আদর্শপাড়া মহল্লার এনামুল হকের ছেলে।

ছাগলনাইয়া : ফেনী সদর উপজেলার রানীর হাট ভূঞা বাড়ির সামনে রোববার দুপুর ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আবদুল্লাহ আল কাউসার রুবেল পাটোয়ারী (৩৩) নিহত হন। নিহত রুবেল ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক পাটোয়ারীর ছেলে।

ফুলপুর : ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার তালদিঘী নামক স্থানে দুপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইব্রাহিমের (৪৮) মৃত্যু হয়েছে। তার বাড়ি তারাকান্দা উপজেলার রনকান্দা গ্রামে।

বাঘা : রাজশাহীর বাঘায় অটোর ধাক্কায় আহত যুবক রেজাউল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার জোতনশী গ্রামের লোকমান আলীর ছেলে। শনিবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

http://www.jugantor.com/last-page/2017/03/06/106513