রিশা ; নিতু
৬ মার্চ ২০১৭, সোমবার, ৪:৪১

দৌরাত্ম্য বাড়ছে বখাটেদের

থামছে না বখাটেদের দৌরাত্ম্য। বরং দিন দিন বাড়ছে তাদের নির্মমতা। প্রেম বা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হলেই কিশোরী, তরুণী, স্কুল-কলেজের ছাত্রীকে কুপিয়ে জখম করছে তারা। প্রায়ই ঘটছে হত্যার ঘটনা। এমনকি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় বখাটেরা কুপিয়ে হতাহত করছে তরুণীদের মা, বাবা, ভাইদের। প্রেম বা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে বখাটেরা কখনো কখনো দলবেঁধে ধর্ষণ করছে তরুণী ও স্কুল-কলেজ মাদরাসার ছাত্রীদের। সিলেটের খাদিজা বেগমকে ছাত্রলীগ নেতা বদরুলের কোপানোর ভিডিও যারা দেখেছেন তাদের মতে, খাদিজার বেঁচে থাকাটা অলৌকিক ঘটনা। কিন্তু দেশের আনাচেকানাচে খাদিজার মতো নির্মমতার শিকার হচ্ছে অনেকে। অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করছে বখাটেদের কোপের আঘাতে। বখাটেদের কারণে পড়ালেখা বন্ধ হয়েছে অনেক ছাত্রীর। স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে বিয়ে দিয়েও বখাটেদের হাত থেকে রেহাই পাচ্ছেন না অনেক মা-বাবা। বিয়ের পরও বখাটের অস্ত্রের কোপে তরুণী সারা জীবনের মতো পঙ্গু হওয়ার ঘটনা ঘটছে।

গত ২৪ আগস্ট ওবায়দুল নামে এক বখাটের ছুরিকাঘাতে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশা আহত হয়। পরে মারা যায় রিশা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়।

গত ২ নভেম্বরে মানিকগঞ্জের হরিরামপুরে স্কুলছাত্রী এক মেয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার বাবাকে কুপিয়ে হত্যা করে এক বখাটে। ঢাকার সাভারে আরেক বখাটে এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়। এ ছাড়া ১৮ সেপ্টেম্বর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদারীপুরে নবম শ্রেণীর ছাত্রী নিতুকে কুপিয়ে হত্যা করে এক বখাটে।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামে গত বছর ২ নভেম্বর রাতে বখাটে সুমন মিয়ার হাতে খুন হন বিল্লাল হোসেন (৪৫)।

দীর্ঘ দিন ধরে বিল্লাল হোসেনের দশম শ্রেণী পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করছিল দক্ষিণ খানপুর গ্রামের সুমন (২২)। বিল্লাল এ নিয়ে সুমনের অভিভাবকদের কাছে নালিশ করেন, কিন্তু ফল পাননি। মেয়েটির পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠায় সুমন। এতে তারা আপত্তি জানায়। পরে সুমন ক্ষিপ্ত হয়ে খুন করে বিল্লালকে।

গত বছর ২ নভেম্বর ঢাকার সাভারের হেমায়েতপুরে এক বখাটের ছুরিকাঘাতে কল্পনা খাতুন নামে এক পোশাকশ্রমিক খুন হন। ছুরিকাঘাতকারী লেন্টু মোল্লাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

কল্পনা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী।

আবদুর রাজ্জাক অভিযোগ করেন, কর্মস্থলে যাতায়াতের পথে লেন্টু তার স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিত। এতে সাড়া না পেয়ে লেন্টু তার স্ত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিশও হয়। এর পরও লেন্টু থামেনি। ১ নভেম্বর বেলা ১টার দিকে কল্পনা খাবার খেতে কর্মস্থল থেকে বাসায় যাচ্ছিলেন। পথে হাজী ভবনের সামনে লেন্টু তাকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে ধরে পিটুনি দেন এবং কল্পনাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ২ নভেম্বর কল্পনা মারা যান।

মাদারীপুরের কালকিনি উপজেলায় নবম শ্রেণীর ছাত্রী নিতু মণ্ডলকে ১৮ সেপ্টম্বর সকালে উপজেলার আইসারকান্দি গ্রামে মিলন মণ্ডল নামে এক যুবক ছুরি দিয়ে হত্যা করে।

নিতু স্থানীয় নবগ্রাম উচ্চবিদ্যালয়ে পড়ত। তার বাবার নাম নির্মল মণ্ডল। তাদের বাড়ি উপজেলার নবগ্রাম ইউনিয়নের আইসারকান্দি গ্রামে। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে প্রতিদিন নিতুকে উত্ত্যক্ত করত মিলন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই তাকে (নিতু) হত্যা করে সে।

কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ব্যবস্থাপনা বিভাগ (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র মিলনের বাড়িও একই গ্রামে। তার বাবার নাম বীরেণ মণ্ডল। নিতুর ছোট ভাইকে প্রাইভেট পড়াত মিলন।

নিতুকে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করছিল মিলন। স্কুলে যাওয়া-আসার পথে প্রতিদিন প্রেমের প্রস্তাব দিত। নিতু বারবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করত। এতে ক্ষিপ্ত হয় মিলন। ১৮ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে নিতুকে বাধা দেয় মিলন। প্রতিবাদ করলে সে ছুরি দিয়ে নিতুর পেট ও পিঠে আঘাত করে।

গত বছর জুলাই মাসে ভোলার চরফ্যাসনে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাবাকে কুপিয়ে জখম করে মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে মিজান নামে এক বখাটে।

১৫ বছরের মাদরাসা ছাত্রী মিজানের প্রেম প্রস্তাবে রাজি না হলে মিজান তিন-চারজন সহযোগী নিয়ে ৩ জুলাই গভীর রাতে ঘরে ঢুকে মেয়েটির বাবাকে কুপিয়ে আহত করে। পরে মেয়েটিকে জোর করে বাইরে নিয়ে ধর্ষণ করে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছর ৫ ডিসেম্বর কক্সবাজার জেলার চকরিয়ার কোনাখালী সেনঘোনা এলাকার মোকতার আহমদের মেয়ে কোনাখালী হেদায়াতুল উলুম দাখিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী হুরে জন্নাত বিলকিছকে (১৫) কুপিয়ে গুরুতর জখম করে আবুল কাশেমের ছেলে ও মেহেরনামা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বখাটে মিনহাজ উদ্দিন।

গত ১৮ অক্টোবর মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় তাহমিনা আক্তার আঁখি নামে এক এসএসসি পরীক্ষার্থী। আঁখি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত বছর ২৫ আগস্ট মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী বালিগাঁও উচ্চবিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আক্তার ও মুক্তা আক্তারকে কুপিয়ে জখম করে কয়েক বখাটে প্রতিবেশী।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক কিশোরীর নাম মুন্নি আক্তার (১৭)। স্থানীয় মিটাছড়া উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ত সে। স্কুলে যাতায়াতের সময় স্থানীয় শাহ আলমের বখাটে ছেলে মোজাম্মেল হোসেনের কুরুচিপূর্ণ আচরণ আর নানাভাবে ভয়ভীতির কারণে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। মোজাম্মেলের হাত থেকে বাঁচার জন্য মুন্নিকে বিয়ে দেয় তার পরিবার। কিন্তু তাতেও রক্ষা পায়নি মুন্নি। এক দিন মুন্নি তাদের বাড়ির পাশে ঘর থেকে বের হলে পেছন থেকে বখাটে মোজাম্মেল চায়নিজ কুড়াল দিয়ে তার মেরুদণ্ডে কোপায়। তাকে প্রথমে স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ৪ নভেম্বর সাভারের সিআরপিতে ভর্তি করা হয়। বর্তমানে মুন্নি সেখানে চিকিৎসাধীন। ডাক্তাররা জানিয়েছেন, মুন্নি কখনো আর স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে না। সারা জীবন হুইল চেয়ারে থাকতে হবে তাকে।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার এক মাদরাসাছাত্রীকে (১৬) কুপিয়েছে আরেক মাদরাসার ছাত্র। গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। হামলাকারী যুবকের নাম জাহেদুল ইসলাম।

আহত ছাত্রীর নাম নাহিদা আক্তার। সে মহেশখালীর কালারমারছড়া আদর্শ দাখিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি ফকিরজুম পাড়ায়।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সিলেটে খাদিজার মতো নির্মমতার শিকার হলো আরেক কলেজছাত্রী। জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের ইছামতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ঝুমা বেগমকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেছে একই কলেজের শিক্ষার্থী বাহার উদ্দিন।

গত ১৫ জানুয়ারি দুপুরে স্থানীয় কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে খাদিজার মতো নির্মম হামলার শিকার হয় ঝুমা। ঝুমাকে বাঁচাতে তার মা এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

গত ৩ নভেম্বর সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটের অস্ত্রের আঘাতে আহত হন এক পোশাককর্মী। বখাটের নাম সিরাজুল।

১৪ ফেব্রুয়ারি কথিত বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নার্সকে অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে আতাউর রহমান নামে এক যুবক।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত নার্সের নাম সাবিনা খাতুন (৩০)। গুরুতর আহতাবস্থায় সহকর্মীরা সাবিনাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন।

আহত সাবিনা রাজবাড়ী জেলার পাংশা থানার ইঞ্জিনিয়ার জহুরুল হকের স্ত্রী। তিনি ভাঙ্গা উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চাকরি করেন।

অপর দিকে বখাটে আতাউর রহমান (৩৬) পাবনা জেলার সুজানগর থানার রজব আলীর ছেলে। আতাউর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহে পূজা নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করেছে লিটু হোসেন নামে এক বখাটে যুবক। ২৫ অক্টোবর সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত পূজা উপশহর পাড়ার বিপুল মজুমদারের মেয়ে ও ঝিনাইদহ মদনমোহন পাড়ার জমিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, বখাটে যুবক লিটু প্রায় এক বছর ধরে পূজাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। পরে পূজাকে বিয়ে দেয়ার উদ্যোগ নেয়ায় বখাটে লিটু ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২০ নভেম্বর বরিশালে মুনিয়া নামে এক তরুণীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে বখাটে মনির। ঘটনার পর অভিযুক্ত আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। নগরীর কলাপট্টি এলাকায় এ হামলা হয়। এক বছর আগে মুনিয়াকে উত্ত্যক্ত করায় বখাটে মনিরকে সালিসের মাধ্যমে শাস্তি দেয়া হয়। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি মনির।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিহারিকা হায়দার সাথী (২৫) নামে বরিশাল মহিলা কলেজের এক ছাত্রীকে কুপিয়ে জখম করে কথিত প্রেমিক রাজিম ও তার সহযোগীরা। গত ১৬ অক্টোবর সন্ধ্যায় নগরীর বান্দরোডের বঙ্গবন্ধু উদ্যানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ছাত্রীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রীর মা ডালিয়া হায়দার জানান, বেশ কিছু দিন থেকে সাথীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছে নগরীর রাখালবাবু পুকুর এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে বখাটে রাজিম। তার প্রস্তাবে সাড়া না দেয়ায় রাজিম ক্ষিপ্ত হয়।

নিহারিকা হায়দার সাথী বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স (ইংরেজি) দ্বিতীয় বর্ষের ছাত্রী।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামে রাতে বাড়িতে হামলা চালিয়ে স্কুলছাত্রী ঝর্ণা রায়ের মা ও তার দুই ভাইকে কুপিয়ে জখম করেছে বখাটে মিলন চন্দ্র মাঝি ও তার সহযোগীরা। ঝর্ণা রায় জগদীশপুর গ্রামের ধলু চন্দ্র রায়ের মেয়ে এবং কোচাশহর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। বখাটে মিলন চন্দ্র মাঝি, একই গ্রামের মোংলা চন্দ্রের ছেলে। দীর্ঘ দিন ধরে মিলন চন্দ্র প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ঝর্ণাকে। স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত সে। গত বছর মার্চের ঘটনা এটি।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৭ সেপ্টেম্বর দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে জখম করে বখাটে ইব্রাহিম চৌধুরী

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জের ধরে কলেজছাত্রী ও তার মাকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। তার নাম সুমন মিয়া।

প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রায়ই বখাটেদের হাতে ধর্ষণ-গণধর্ষণের ঘটনা ঘটছে দেশের বিভিন্ন এলাকায়। গত বছর ৩ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জে ১৪ বছরের এক ছাত্রী দুই বখাটের ধর্ষণের শিকার হয়। ১৫ সেপ্টেম্বর বরগুনার আমতলীতে কলেজছাত্রী হেলেনা আক্তারকে গণধর্ষণ শেষে হত্যা করে দুর্বৃত্তরা। ১৭ সেপ্টেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুরে গণধর্ষণের শিকার হয় এক ছাত্রী। ২৫ সেপ্টেম্বর ঈশ্বরদীর রূপপুরের আস্তরমুনে তিন স্কুলছাত্রীকে ধর্ষণ করে চার থেকে পাঁচ বখাটে।

http://www.dailynayadiganta.com/detail/news/201258