৪ জুন ২০২৪, মঙ্গলবার, ২:১৪

আলহাজ্ব আবু মোতালেব ও অধ্যক্ষ রুহুল আমিন শেখ-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার মজলিসে শূরার সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বাইতুল জান্নাত জামে মসজিদ ও মদিনাতুল উলুম নূরানি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবু মোতালেব বার্ধক্যসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ৪ জুন ভোর ৪টায় ৭৯ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৪ জুন সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও রোড সংলগ্ন মুক্তার মেলা ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাঁকে ভাউলারহাট মোড় সংলগ্ন বায়তুল জান্নাত জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে।

শোক সংবাদ-২

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার সদর উপজেলার সাবেক নায়েবে আমীর, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন শেখ কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ৪ জুন সকাল সোয়া ৭টায় আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৪ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৪ জুন বেলা আড়াইটায় জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে। জানাযার নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলার সাবেক আমীর অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমীর মাওলানা এড. আ: ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মাদ ইউনুস, জেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফ এবং স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বহু মুসল্লীহ।

শোকবাণী

আলহাজ্ব আবু মোতালেব ও অধ্যক্ষ রুহুল আমিন শেখ-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৪ জুন এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আলহাজ্ব আবু মোতালেব ও অধ্যক্ষ রুহুল আমিন শেখ-এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ২ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।