১ জুন ২০২৪, শনিবার, ১১:৩২

জনাব আজিজুর রহমান, জনাব আহমাদ আলী মাস্টার ও জনাব খলীলুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর পশ্চিম সাংগঠনিক জেলার ঝিকরগাছা উপজেলার প্রবীণ সদস্য (রুকন) জনাব আজিজুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ৩০ মে সকাল সাড়ে ৭টায় ৭০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৩০ মে বাদ জোহর নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোক সংবাদ-২
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার প্রবীণ সদস্য (রুকন) বীর মুক্তিযোদ্ধা জনাব আহমাদ আলী মাস্টার বার্ধক্যজনিত কারণে ৩০ মে রাত আড়াইটায় ৭১ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রীসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৩০ মে বিকাল ৫টায় নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোক সংবাদ-৩
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ পৌরসভার সদস্য (রুকন) এবং শূরা ও কর্মপরিষদ সদস্য, পৌরসভার ৭ নং ওয়ার্ডের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব খলীলুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ২৭ মে ভোর ৩টায় ৬৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৮ মে সকাল ৮টায় নিজ বাসায় জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে। জানাজার নামাজে বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা আমীর মাওলানা শাহাদাত হোসাইন, পৌরসভা আমীর রফিকুলসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী উপস্থিত ছিলেন।

শোকবাণী

জনাব আজিজুর রহমান, জনাব আহমাদ আলী মাস্টার ও জনাব খলীলুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১ জুন এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব আজিজুর রহমান, জনাব আহমাদ আলী মাস্টার ও জনাব খলীলুর রহমানের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ৩ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।