পঞ্চগড় বারের বিশিষ্ট আইনজীবী, জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য ও পঞ্চগড়-২ (বোদা-দেবিগঞ্জ) আসনের জননেতা এডভোকেট আজিজুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২ এপ্রিল এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, এডভোকেট আজিজুল ইসলামের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ ও জনপ্রিয় নেতাকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, পঞ্চগড় জেলা জামায়াতের মজলিসে শূরার বর্তমান সদস্য এ্যাডভোকেট আজিজুল ইসলাম (৬৫) ৩০ এপ্রিল শনিবার ইফতারির পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি বোদা উপজেলার সাকোয়ায় একটি ইফতার মাহফিলে মেহমান হিসাবে আলোচনা শেষে ইফতার করার পরপরই অজ্ঞান হয়ে পড়েন এবং বোদা হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তার বড় ছেলে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন (সদস্য)। তিনি তার পিতার জানাযায় ইমামতি করেন। ৩১ মার্চ পঞ্চগড় ও দেবিগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জে নিজ গ্রামে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়। ভাওলাগঞ্জের জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।