৩১ জানুয়ারি ২০২৪, বুধবার, ১০:৩৯

জনাব আফজাল হোসেন-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ এর শ্বশুর ও জয়পুরহাট জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি শামীমা আক্তার এর পিতা, পাঁচবিবি উপজেলার দরগাপাড়া নিবাসী জামায়াত কর্মী মোঃ আফজাল হোসেন (৭৫) ক্যানসারে আক্রান্ত হয়ে ৩১ জানুয়ারি রাত সোয়া ৩টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

জনাব আফজাল হোসেনের জানাযা ও দাফন সম্পন্ন

জনাব আফজাল হোসেন এর জানাযা নামাজ আজ ৩১ জানুয়ারি দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন এবং জানাজা নামাজের ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা আমীর মরহুমের জামাতা ডাঃ ফজলুর রহমান সাঈদ।

আরও বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাসিবুল আলম লিটন, বিশিষ্ট আইনজীবি এডঃ মামুনুর রশিদ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা মোঃ আনোয়ার হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, মাওলানা মোঃ আব্দুস সালাম, মরহুমের বড় ছেলে মোঃ রেজাউল করিম প্রমুখ।

শোকবাণী

জনাব আফজাল হোসেন-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ৩১ জানুয়ারি এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ডাঃ ফজলুর রহমান সাঈদ একজন পরহেযগার ও গুণী মানুষ ছিলেন। ইসলামী আন্দোলনের একজন শুভাকাক্সক্ষী হিসেবে তিনি নানাভাবে সাহায্য-সহযোগিতা করতেন। তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।