বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব শাহ মোয়াজ্জেম হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৫ সেপ্টেম্বর ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব শাহ মোয়াজ্জেম হোসেন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান রয়েছে। তাঁর ইন্তিকালে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারাল। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।