১১ জুন ২০২২, শনিবার, ৮:০৬

প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আলী হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

কুমিল্লা আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আলী হোসেনের (৯৪) ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ১১ জুন ২০২২ এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা বলেন, কুমিল্লা আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, হাজারো আলিমের উস্তাদ, প্রবীণ আলিম চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের জঙ্গলপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আলী হোসেন ১১/০৬/২০২২ তারিখ বিকেল ৪:৩০ টায় রাজধানী ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তারা আরো বলেন, মাওলানা আলী হোসেন ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। তাঁর রয়েছে অসংখ্য ছাত্র ও শুভানুধ্যায়ী। ইলমে দ্বীনের প্রচার ও প্রসারে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি ছিলেন হাজারো আলেমের উস্তাদ। তাঁর ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।

আল্লাহ্ তাআলা দ্বীনের এই রাহবারকে ক্ষমা করুন, তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন। তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাআলা তাঁদেরকে এ শোকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমীন।