৫ জুন ২০২২, রবিবার, ৭:৪৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ৮ জন ফায়ার সার্ভিসের কর্মীসহ প্রায় অর্ধশতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে এ শোকবাণী লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮ জন কর্মীসহ প্রায় অর্ধশতাধিক লোক নিহত এবং প্রায় পাঁচ শতাধিক লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ৫ জুন এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ৫ মে রাত সাড়ে ৯টায় ভয়াবহ বিস্ফোরণে এ শোকবাণী লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮ জন কর্মীসহ প্রায় অর্ধশতাধিক লোক নিহত এবং প্রায় পাঁচ শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালগুলো আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। সেখানে এক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। মহান রাব্বুল আলামীন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। বিস্ফোরণের ঘটনায় যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় সেখানকার আশেপাশের এলাকার অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েক কিলোমিটার পর্যন্ত এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছেন। আহতদের চিকিৎসা সেবাও সেখানে অপ্রতুল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আমি আমার দলীয় নেতা কর্মীদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিচ্ছি।

আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী ও হেলিকপ্টারসহ উন্নত প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ গ্রহণ, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং নিহত ও আহতদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”