২৬ ডিসেম্বর ২০২১, রবিবার, ৯:২২

এডভোকেট শামসুল হকের স্ত্রী রহিমা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

জামালপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কারাবন্দি এডভোকেট শামসুল হকের স্ত্রী রহিমা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৬ ডিসেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জামালপুরের ইসলামী আন্দোলনের প্রিয় ব্যক্তিত্ব, সকলের নিকট শ্রদ্ধেয় ও সম্মানিত এডভোকেট শামসুল হকের স্ত্রী রহিমা বেগম ২৪ ডিসেম্বর রাতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রহিমা বেগম জামালপুরের ইসলামী আন্দোলনের প্রথম দিকের দায়িত্বশীলা ছিলেন। এলাকার দাওয়াতী কাজের প্রচার, প্রসার ও বিস্তৃতির জন্য তিনি নিরলসভাবে চেষ্টা চালিয়েছেন। তার বাড়ি ইসলামী দাওয়াহ কার্যক্রমের জন্য সর্বদা উন্মুক্ত ছিল। জামালপুরের সর্বস্তরের মানুষকে ইসলামী আদর্শে সম্পৃক্ত করার লক্ষ্যে তিনি তার বাড়ি-ঘরকে ছেড়ে দিয়েছিলেন। ইসলামী আন্দোলনে তার ভূমিকার কথা বলে শেষ করা যাবে না। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তাআলা তার সকল নেক আমল কবুল করুন ও তার গুনাহখাতা মাফ করুন এবং তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদেরকে ধৈর্যধারণ করার তাওফীক দান করুন, আমীন।