১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ৯:৩৭

মাওলানা আবদুল জলিলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা অফিসের জমি দাতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুভাকাক্সক্ষী, লালমনিরহাট জেলার খাতাপাড়া নিবাসী অধ্যাপক খাবিদুর রহমানের ছোট ভাই মাওলানা আবদুল জলিল ক্যানসার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১২ সেপ্টেম্বর রাত ৯টায় ঠাকুরগাঁও জেলা জামায়াত অফিস সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মাওলানা আবদুল জলিলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ১৩ সেপ্টেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আবদুল জলিল একজন দ্বীনদ্বার ও পরহেযগার মানুষ ছিলেন। তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, অঞ্চলের টীম সদস্য এ্যাডভোকেট আব্দুল বাতেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর, অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি এ্যাডভোকেট আবু তাহের, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা কর্ম পরিষদ সদস্য ও শহর আমীর মাওলানা জয়নাল আবেদীন গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা আবদুল জলিল আজীবন ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করেছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।