১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৯:০৭

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ফরিদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলার গোবিন্দপুর উপজেলার প্রবীণ সদস্য (রুকন) বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ফরিদ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৭৭ সেপ্টেম্বর সকাল পৌণে ১০টায় ৬৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১১ সেপ্টেম্বর বিকাল ৫টায় গোবিন্দপুর হাইস্কুল মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ফরিদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১১ সেপ্টেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, গোলাম মোস্তফা ফরিদ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। ইসলাম প্রতিষ্ঠার তামান্না নিয়ে তিনি আজীবন ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করেছেন এবং দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।