২৪ জুলাই ২০২১, শনিবার, ১০:৪৯

মুহাম্মাদ নূরুল হক ও মিনা আক্তারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা শাখার আমীর জনাব মুহাম্মাদ আমিনুল হকের ১ ভাই ও ১ বোন ২৩ জুলাই একই দিন ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। জনাব মুহাম্মাদ আমিনুল হকের ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য জনাব মুহাম্মাদ নূরুল হক (৬৮) করোনা রোগে আক্রান্ত হয়ে এবং বোন মিনা আক্তার (৬৩) ইন্তিকাল করেছেন। জনাব নূরুল হক স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা এবং মিনা আক্তার স্বামী ও ৪ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। জানাযা শেষে তাঁদেরকে দাফন করা হয়েছে।

শোকবাণী

জনাব মুহাম্মাদ নূরুল হক ও মিনা আক্তারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৪ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা শাখার আমীর জনাব মুহাম্মাদ আমিনুল হকের ১ ভাই ও ১ বোন ২৩ জুলাই একই দিন ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। একই দিনে দুই ভাই-বোনের ইন্তিকাল খুবই হৃদয়বিদারক ও কষ্টের। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি বলেন, জনাব মুহাম্মাদ নূরুল হক ও মিনা আক্তার (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ তায়ালা তাঁদের জীবনের সকল নেক আমল কবুল করে তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মুহাম্মাদ রমজান আলী গভীর শোক প্রকাশ করে বলেন, জনাব মুহাম্মাদ নূরুল হক ও মিনা আক্তারের ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁদের জীবনের সকল নেক আমল কবুল করে তাঁদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।