১৮ জুলাই ২০২১, রবিবার, ৭:৪২

মিঠাপুকুরে দুটি যাত্রীবাসের সংঘর্ষে ৬ জন নিহত ও ৩০ জন গুরুতর আহত হওয়ায় গভীর শোক প্রকাশ

রংপুরের মিঠাপুকুরে দুটি যাত্রীবাসের সংঘর্ষে ৬ জন লোক নিহত ও ৩০ জন যাত্রী গুরুতর আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৮ জুলাই এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “১৮ জুলাই সকাল সাড়ে ৭টায় রংপুরের মিঠাপুকুরে ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহনের সাথে রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের সংঘর্ষ হয়। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত হয়েছেন দুই বাসের অন্তত আরো ৩০ জন যাত্রী। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শোকবাণীতে তিনি আরো বলেন, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দুর্ঘটনায় যারা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমি মহান আল্লাহ তায়ালার কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

দুর্ঘটনার কারণ উদঘাটন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”