১৩ জুলাই ২০২১, মঙ্গলবার, ১১:৫৯

আলহাজ্জ আবদুল বারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সাবেক প্রবীণ সদস্য (রুকন) এবং ময়মনসিংহ জেলা বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট একেএম আমানুল্লাহ বাদলের পিতা, ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের বাসিন্দা আলহাজ্জ আবদুল বারী বার্ধক্যজনিত কারণে ১২ জুলাই দিবাগত রাত পৌণে ১টায় ১০২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। ১৩ জুলাই সকাল ৮টায় ত্রিশাল বাসস্ট্যান্ড-এ প্রথম জানাযা এবং সকাল ১১টায় ভালুকা উপজেলায় অবস্থিত নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা এবং বেলা ২টায় বড়চনা হোসাইনিয়া মাদ্রাসা মাঠে তৃতীয় জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

শোকবাণী

আলহাজ্জ আবদুল বারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ১৩ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আলহাজ্জ আবদুল বারী এলাকায় একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি অনেক সেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। তিনি মানুষের অনেক খেদমত করে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল পরিচালক ড. মাওলানা সামিউল হক ফারুকী গভীর শোক প্রকাশ করে বলেন, আলহাজ্জ আবদুল বারী একজন গুণী মানুষ ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান রবের নিকট কাতরকণ্ঠে দোয়া করছি, তিনি যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন। আমীন।