১১ জুলাই ২০২১, রবিবার, ১০:২২

মনোয়ারা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার জনাব সাহাবুদ্দিনের মাতা মনোয়ারা বেগম বার্ধক্যজনিত কারণে ১০ জুলাই বেলা সাড়ে ৩টায় ৮২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৮ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১১ জুলাই সকাল ৮টায় জানাযা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মনোয়ারা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের ১১ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব সাহাবুদ্দিনের মাতা মনোয়ারা বেগম একজন গুণী মহিলা ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।