৩ জুলাই ২০২১, শনিবার, ৯:২২

প্রথিতযশা প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

খুলনা প্রেসক্লাবের ৪-বারের সাবেক সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, প্রথিতযশা প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ ২ জুলাই দিবাগত রাত ৩টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ৮২ বছর বয়সে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে নিখুঁত সংবাদ পরিবেশন করে তিনি সাংবাদিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেন। সাংবাদিকতায় বিশেষ অবদান এবং বিতর্কের ঊর্ধ্বে থাকায় ২০০৮ সালে সাদা মনের মানুষ হিসেবে জেলা প্রশাসন থেকে স্বীকৃতি প্রাপ্ত হন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, জনাব শাহাবুদ্দিন আহমেদ ছিলেন সাংবাদিকদের বাতিঘর। তিনি প্রায় অর্ধশত বছর ধরে খুলনাঞ্চলের সাংবাদিকতা ও সংবাদপত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দৈনিক সংবাদপত্র সম্পাদনা ও তার পাশাপাশি অধ্যাপনা, রাজনীতি, সমাজ সেবা, উন্নয়ন ও আন্দোলন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে আমি জনাব শাহাবুদ্দিন আহমেদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের আপদকালীন সাহায্যের জন্য কল্যাণ তহবিল গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সক্ষম হয়েছিলেন। এতেই প্রতীয়মান হয়, তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছিলেন। তার ইন্তিকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছেন।

আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।