৩০ জুন ২০২১, বুধবার, ১০:০৭

শোকবাণী জরিনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমানের শাশুড়ি এবং কঞ্চিবাড়ি গ্রামের অবসর প্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক জনাব শাহ মুহাম্মাদ নূরুজ্জামানের স্ত্রী জরিনা বেগম বার্ধক্যজনিত কারণে ৩০ জুন সকাল সাড়ে ১১টায় ৭৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৩০ জুন বাদ মাগরিব ধুবনি কঞ্চিবাড়ি নামক গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

শোকবাণী

জরিনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ৩০ জুন ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জরিনা বেগম একজন গুণী মহিলা ছিলেন। তিনি নিজে ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করতেন এবং তাঁর সকল সন্তানকে ইসলামী আদর্শ অনুযায়ী গড়ে তুলেছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, জরিনা বেগম (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাইবান্ধা জেলা শাখা জামায়াতের আমীর জনাব আব্দুল করিম ও জেলা সেক্রেটারি জনাব মাওলানা জহুরুল হক সরকার গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা একজন আদর্শ মাকে হারালাম। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।