২৬ জুন ২০২১, শনিবার, ১০:৪২

রওশন আরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমীর জনাব ইকবাল হোসাইনের শাশুড়ি ২০১৯ সালে রত্নগর্ভা পুরস্কার প্রাপ্ত রওশন আরা বেগম বার্ধক্যজনিত কারণে ২৫ জুন দিবাগত রাত ১২টায় ৭২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৫ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৬ জুন বিকাল সাড়ে ৩টায় নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

রওশন আরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ২৬ জুন ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, রওশন আরা বেগম একজন গুণী মহিলা ছিলেন। তিনি ২০১৯ সালে রত্নগর্ভা হিসেবে পুরস্কার পেয়েছেন। তিনি তাঁর ৯ সন্তানের প্রত্যেককে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তিনি অক্লান্ত পরিশ্রম করে সন্তানদেরকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, রওশন আরা বেগম (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।