১৬ জুন ২০২১, বুধবার, ৭:৪৮

আলহাজ্জ মকবুল হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার সদস্য (রুকন) ইন্ডাস্ট্রিয়ালিস্ট এ্যান্ড বিজিনিসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাবেক সভাপতি আলহাজ্জ মকবুল হোসেন জ্বর শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে ১৪ জুন রাত সাড়ে ১১টায় ৬৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৫ জুন বাদ জোহর জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রুকনাই উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জামালপুর জেলা শাখার আমীর এডভোকেট মহাম্মদ নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা নায়েবে আমীর মির্জা আবদুল মাজেদ, জেলা সেক্রেটারী কবীর আহমদ হুমায়ুন, জামালপুর শহর শাখার আমীর অধ্যাপক আছিমুল ইসলাম, মেলান্দহ উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান আজাদি, জামালপুর জেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইলিয়াস হোসাইন, আইবিডাব্লিউএফ-এর জেলা সেক্রেটারী আলহাজ্ব আলতাফ হোসাইনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের শত শত মুসল্লী।

শোকবাণী

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ মকবুল হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৬ জুন ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আলহাজ্জ মকবুল হোসেনের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা ও বেকার যুবকদের পথের দিশা। ব্যবসার পাশাপাশি তিনি দ্বীনি কার্যক্রম ও ব্যবসায়ীদের মাঝে ইসলামী আন্দোলনের কাজে নিজেকে সার্বক্ষণিক যুক্ত ছিলেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জামালপুর জেলা শাখার আমীর এডভোকেট মহাম্মদ নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা নায়েবে আমীর মির্জা আবদুল মাজেদ, ও জেলা সেক্রেটারী কবীর আহমদ হুমায়ুন গভীর শোক প্রকাশ করে বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা আলহাজ্ব মকবুল হোসেন স্নাতক ডিগ্রি অর্জন করে চাকুরীর পেছনে না ঘোরে যুবক বয়সেই ব্যবসা শুরু করেন। গড়ে তোলেন বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান। উদ্যোক্তা হিসেবে যুব সমাজের আদর্শ হয়ে ওঠেন। তিনি ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি সর্বাবস্থায় আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিতেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।