৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৯:২৭

প্রফেসর ডা. ওবায়দুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বিশিষ্ট চিকিৎসক, ন্যাশনাল ডক্টর্স ফোরাম রাজশাহী বিভাগীয় শাখার ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. ওবায়দুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের ৮ এপ্রিল ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. ওবায়দুল্লাহ ৩১ মার্চ কভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল সকাল ৯টায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, প্রফেসর ডা. ওবায়দুল্লাহ ডাক্তাদের একজন অভিভাবক ছিলেন। তিনি ডাক্তাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের ব্যাপারে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আল্লাহ তায়ালা তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন এবং তার সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।