২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ৩:০৫

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সম্মানিত শ্বশুর ডাঃ আজিরুদ্দীনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সম্মানিত শ্বশুর ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর উত্তর থানা শাখার প্রবীণ সদস্য (রুকন) ডাঃ আজিরুদ্দীন ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাসায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ২ কন্যা ও ৫ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। 

শোকবাণী

ডাঃ আজিরুদ্দীনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২৭ ফেব্রুয়ারি ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “ডাঃ আজিরুদ্দীন ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ দা'য়ী ও নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। পেশাগত জীবনে তিনি একজন চিকিৎসক হিসেবে দেশে এবং বিদেশে দীর্ঘদিন মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সহজ-সরল জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা মরহুম ডাঃ আজিরুদ্দীনকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করে দিন। তাঁর নেক আমলসমুহ কবুল করুন। তাঁর গুণাসমূহ ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন।”

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর জনাব মকবুল আহমাদ বলেন, “ডাঃ আজিরুদ্দীন দ্বীনের পথে একজন একনিষ্ঠ খাদেম ছিলেন। তিনি ইসলামী আন্দোলনের কাজকে সবসময় অগ্রাধিকার দিতেন। সংগঠনের কাজকে তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আঞ্জাম দিতেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”