২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ৮:১৭

সিলেটের রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন লোক নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ২৬ ফেব্রুয়ারী ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, "২৬ ফেব্রুয়ারী সকাল ৭টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন লোক নিহত এবং অর্ধশতাধিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮জনের অবস্থা আশংকাজনক। অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক এই দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তা’য়ালা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। দূর্ঘটনায় যারা গুরুতরভাবে আহত হয়েছেন মহান আল্লাহ তায়ালার কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সাম্প্রতিক কালে দেশে সড়ক দুর্ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। চালকদের অদক্ষতা, বেপরওয়া মনোভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ তদারকি না করার কারণে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানির ঘটনা প্রতিনিয়ত বাড়ছেই।

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই দূর্ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দূর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।"