৬ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ৫:২৫

অধ্যক্ষ মাওলানা বাহার উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জ হিফজুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা বাহার উদ্দিন ৬ ফেব্রুয়ারি ভোর পৌণে ৪টায় বার্ধক্যজনিত কারণে ৯৭ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৫ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় রেহাইচর ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে রেহাইচর কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

অধ্যক্ষ মাওলানা বাহার উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৬ ফেব্রুয়ারি ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যক্ষ মাওলানা বাহার উদ্দিন ছিলেন একজন খ্যাতিমান ইসলামী পণ্ডিত, শিক্ষক, মানুষ গড়ার কারিগর ও বহু আলেমের উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।

ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।

আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।