৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ৭:৩৪

খান মোঃ আবদুল মান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার প্রবীণ সদস্য (রুকন) রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠীর বাসিন্দা খান মোঃ আবদুল মান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে ৭ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ৩টায় ৬৪ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৮ ডিসেম্বর রাতে তার গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য যে, তিনি ০৭ ডিসেম্বর ফজরের সালাত আদায়ের পর হৃদরোগে আক্রান্ত হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টায় ঢাকা নিউরো সাইন্স ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধিন অবস্থায় রাত ০৩ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন। তিনি গালুয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ৩ বার নির্বাচিত সদস্য ছিলেন।

শোকবাণী

খান মোঃ আবদুল মান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৮ ডিসেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, খান মোঃ আবদুল মান্নানের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।