১৫ নভেম্বর ২০২০, রবিবার, ৭:১২

ইসমাইল হোসেন আকন্দের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের সভাপতি, গ্রামের মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার ও খাদেম জনাব ইসমাইল হোসেন আকন্দ ১৪ নভেম্বর রাতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৬ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তার জানাযায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা শাখা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলংগা থানা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ রাশিদুল ইসলাম শহীদ, সলংগা ইউনিয়ন আমীর জনাব মনোয়ারুল ইসলাম শাহীন, নায়েবে আমীর মাওঃ আলতাব হোসেন, তারবিয়াত সেক্রেটারি মোঃ আব্দুল ওয়াহাব, ৭ নং ওয়ার্ড সভাপতি মাওঃ আঃ রশিদ, সেক্রেটারি মাওঃ হারুন অর রশিদ প্রমুখ।

শোকবাণী

জনাব ইসমাইল হোসেন আকন্দের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ১৫ নভেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব ইসমাইল হোসেন আকন্দ (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার উল্লাাপাড়া উপজেলা শাখার আমীর ও উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী গভীর শোক প্রকাশ করে বলেন, জনাব ইসমাইল হোসেন আকন্দ একজন ভাল মানুষ ছিলেন। তিনি সারা জীবন ইসলামকে ব্যক্তি জীবনে মেনে চলার পাশাপাশি অন্যকে মেনে চলার জন্য উৎসাহ প্রদান করতেন। তিনি ইসলাম ও ইসলামী আন্দোলনকে ভালবাসতেন। তার ইন্তিকালে ইসলামী আন্দোলন একজন অভিভাবককে হারালো। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।