১৯ অক্টোবর ২০২০, সোমবার, ৩:৫২

সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জানাযা আদায়ে পুলিশের বাঁধা প্রদান করার ঘটনার নিন্দা

সাবেক প্রতিমন্ত্রী জনাব একেএম মোশাররফ হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে এবং তাঁর জানাযায় বাঁধা প্রদানের নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৯ অক্টোবর প্রদত্ত এক শোকবার্তায় বলেন,

“বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী জনাব একেএম মোশাররফ হোসেন গত ১৭ অক্টোবর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তিকাল করেছেন। তিনি বিসিআইসির চেয়ারম্যান, শিল্প সচিব ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর বিরাট অবদান রয়েছে। ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতি এবং জোটবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর ইন্তিকালে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও দলীয় সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সেই সাথে ময়মনসিংহ সদরের আঞ্জুমানে ঈদগাহ মাঠে এবং মুক্তাগাছা পৌরসভায় জনাব একেএম মোশাররফ হোসেনের জানাযা আদায়ে পুলিশের বাঁধা প্রদান করার ঘটনার আমি নিন্দা জানাচ্ছি। একজন মানুষ মারা যাওয়ার পর তাঁর জানাযা নিয়ে এ ধরনের আচরণ কারো জন্য শোভনীয় নয়।”