১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৯:১০

মোঃ আবদুল লতিফ চৌধুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলার বোচাগঞ্জ উপজেলার ৫ নং ইউনিয়ন শাখার ইউনিটের সভাপতি ও বনহরা গ্রামের বাসিন্দা জনাব মোঃ আবদুল লতিফ চৌধুরী ১৫ অক্টোবর সকাল ১১টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৫ অক্টোবর বিকাল ৫টায় বনহরা নামক গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

জনাব মোঃ আবদুল লতিফ চৌধুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ১৫ অক্টোবর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব মোঃ আবদুল লতিফ চৌধুরী (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। 

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর ও সেক্রেটারি যথাক্রমে অধ্যক্ষ আনিসুর রহমান ও মাষ্টার তৈয়ব আলী, জেলা অফিস সেক্রেটারি জনাব সহিদুল ইসলাম খোকন এবং বোচাগঞ্জ উপজেলা শাখার আমীর ও সেক্রেটারি যথাক্রমে জনাব আমিনুল হক ও জনাব মুমিনুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন, জনাব মোঃ আবদুল লতিফ চৌধুরীর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফীক দান করুন।