১৪ অক্টোবর ২০২০, বুধবার, ১০:০৬

মাওলানা আবুল কালাম আজাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও শহর শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জুবায়ের আল মাসুমের পিতা, ঠাকুরগাঁও পৌরসভা বায়তুত তাক্বওয়া জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ ১৩ অক্টোবর বিকাল ৫টায় ৬৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ৪পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৪ অক্টোবর বেলা ১১টায় সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে সালান্দর মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মাওলানা আবুল কালাম আজাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ১৪ অক্টোবর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আবুল কালাম আজাদ (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মমতাজ উদ্দিন, ঠাকুরগাঁও জেলা শাখার আমীর মাওলানা আবদুল হাকিম, জেলা সেক্রেটারি জনাব মুহাম্মাদ আলমগীর ও ঠাকুরগাঁও শহর শাখার আমীর জনাব কফিল উদ্দিন আহমাদ গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা আবুল কালাম আজাদ একজন দা’য়ী ইলাল্লাহ ছিলেন। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।