৮ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৭:২৬

শেখ জাকির হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার কর্মপরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি, খান জাহান আলী আলিম মাদ্রাসা ও ইয়াতিমখানার প্রতিষ্ঠাতা সদস্য শেখ জাকির হোসেন ৭ অক্টোবর দিবাগত রাত আড়াইটায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। ৮ অক্টোবর বাদ আসর বাগেরহাট পঁচা দীঘিরপাড় খান জাহান আলী আলিম মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বাগেরহাট সদরের দেওয়ান বাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

 

শোকবাণী

শেখ জাকির হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০৮ অক্টোবর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, শেখ জাকির হোসেনের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছাত্র জীবন থেকেই ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি সংগঠনের সকল কাজে অংশগ্রহণ করতেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।