২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৯:২০

তাহের আলী মাষ্টারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা শাখার প্রবীণ সদস্য (রুকন) জনাব তাহের আলী মাষ্টার ২২ সেপ্টেম্বর সকালে ৭৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি দীর্ঘদিন যাবত অ্যাজমাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২২ সেপ্টেম্বর বিকাল ৫টায় সরিষাবাড়ির পাটাবুগা ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে সেখানেই দাফন করা হয়েছে। তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, বিএনপি নেতা ও সরিষাবাড়ি পৌরসভার সাবেক মেয়র ফয়জুল কবীর শাহীন তালুকদার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা নুরুল হক জামালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা ও ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মিরজা আব্দুল মাজেদ, জামালপুর শহর জামায়াতের আমীর অধ্যাপক সুলতান মাহমুদ, সরিষাবাড়ি উপজেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার মাসুদ আহমদ দুলাল, পৌরসভা আমীর শামীম হোসাইন সোহেলসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসুল্লী উপস্থিত ছিলেন।

শোকবাণী

জনাব তাহের আলী মাষ্টারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২২ সেপ্টেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব তাহের আলী মাষ্টারের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালাম। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী ও জেলা সেক্রেটারী জনাব কবীর আহমদ হুমায়ুন গভীর শোক প্রকাশ করে বলেন, জনাব তাহের আলী মাষ্টার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তার ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।