৯ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ১২:০০

প্রভাষিকা লুৎফুন্নিসার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার থানার ৩১ নং ওয়ার্ড শাখার সভানেত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা আবু হানিফ নেসারীর স্ত্রী, পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাহমুদা খাতুন কামিল মাদ্রাসার প্রভাষিকা লুৎফুন্নিসা ৯ সেপ্টেম্বর সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

শোকবাণী

প্রভাষিকা লুৎফুন্নিসার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০৯ সেপ্টেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, প্রভাষিকা লুৎফুন্নিসার ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন দাঈ বোনকে হারালাম। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসলামী শিক্ষা এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।