৮ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:৫১

মিসেস রওশন আরার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

ইবনে সিনা মেডিকেল কলেজের চক্ষু বিভাগীয় প্রধান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেকের মাতা মিসেস রওশন আরা ৮ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ২টায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৫ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৮ সেপ্টেম্বর বাদ যুহর শুক্রাবাদ জামে মসজিদে জানাযা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মিসেস রওশন আরার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের ৮ সেপ্টেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মিসেস রওশন আরা একজন গুণী মহিলা ছিলেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।