২১ আগস্ট ২০২০, শুক্রবার, ৩:৪৩

মোছাঃ তহমিনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলার সদর উপজেলার মহিলা সদস্য (রুকন) মোছাঃ তহমিনা বেগম ৭০ বছর বয়সে ১৯ আগস্ট বিকাল সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৯ আগস্ট বিকাল ৫টায় খানপুর ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মোছাঃ তহমিনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২১ আগস্ট ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মোছাঃ তহমিনা বেগম (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর ও সেক্রেটারি যথাক্রমে অধ্যক্ষ আনিসুর রহমান এবং জনাব তৈয়ব আলী গভীর শোক প্রকাশ করে বলেন, মোছাঃ তহমিনা বেগমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতা প্রাণ বোনকে হারালাম। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।